Image description

নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের আগে সবশেষ ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় ওয়ানডেতে ৮৬ রানের বড় ব্যবধানে পরাজয় বরণ করেছে টাইগাররা। সিরিজ বাঁচানোর লক্ষ্য নিয়ে তৃতীয় ও শেষ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করছে বাংলাদেশ।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ব্যাট করতে নেমে নিজের রানের খাতা খুলেই মাইলফলক স্পর্শ করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। লকি ফার্গুসনের বলে নিজের পঞ্চম বল মোকাবেলায় সিঙ্গেল নিয়ে চতুর্থ বাংলাদেশি হিসেবে ওয়ানডে ক্যারিয়ারে ৫ হাজার রান পূর্ণ করলেন তিনি।

রিয়াদের আগে বাংলাদেশিদের মধ্যে তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান এই মাইলফলক স্পর্শ করেন।

আগের ম্যাচে ৪৯ রান করে আউট হয়ে গিয়েছিলেন, দলকে পার করাতে পারেননি। আজও বড় দায়িত্ব তাঁর সামনে। নাজমুল ও মুশফিকের জুটিতে বাংলাদেশ এগোচ্ছিল ভালোভাবেই, সে জুটি ভেঙে দারুণভাবে ম্যাচে ফিরেছে নিউজিল্যান্ড।

মানবকণ্ঠ/এসআরএস