Image description

তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের নেতৃত্ব দেবেন বাহাতি ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। মঙ্গলবার মিরপুরের এসবিএনসিএসে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন তিনি। 

২য় ওডিআইতে জয়ের পর সিরিজে ১-০ এগিয়ে নিউজিল্যান্ড দল। 

প্রথম দুটি খেলা থেকে বিরতির পর ফিরে আসা শান্ত, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলামকে নিয়ে আরো বেশ কিছু পরিবর্তন এসেছে বাংলাদেশ দলে।

বাংলাদেশ স্কোয়াড:  

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, জাকির হাসান, আনামুল হক বিজয়, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মাহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন।

মানবকণ্ঠ/এফআই