Image description

সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীবাহী সৌহার্দ্য বাসে হামলার ঘটনা ঘটেছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে মিরপুর টেকনিক্যাল মোড়ে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। 

জানা যায়, শিক্ষার্থীদের গন্তব্যে নামিয়ে সন্ধ্যায় ফেরার পথে সৌহার্দ্য বাসের সামনের গ্লাস ভেঙে ফেলেছে অন্য বাসের কয়েকজন স্টাফ। তারা বাসে উঠতে চেয়েছিল। কিন্তু সৌহার্দ্য বাসের চালক ও সহকারী এতে আপত্তি জানালে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

অন্য বাসের কর্মীরা দুর্ব্যবহার করে এবং আরও লোকবল ডেকে এনে সৌহার্দ্য বাসের চালক ও হেল্পারকে মারধর করে। এরপর কলেজের শিক্ষার্থীরা এই ঘটনা সম্পর্কে জানতে পেরে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।