Image description

চীনের দক্ষিণাঞ্চলের ঝুহাই শহরে একটি স্পোর্টস সেন্টারের বাহিরে বেপরোয়া চালকের গাড়িচাপায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪৩ জন।সোমবার সন্ধ্যার দিকে পথচারীদের ওপর এ গাড়ি চাপা দেওয়ার ঘটনা ঘটে। মঙ্গলবার (১২ নভেম্বর) চীনা পুলিশের বরাত দিয়ে এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘ঝুহাই স্পোর্টস সেন্টারের বাইরের দিকে ভয়াবহ এ ঘটনা ঘটেছে। ওই সেন্টারের বাইরে শরীরচর্চা করার সময় অনেকের ওপর এক ব্যক্তি গাড়ি উঠিয়ে দেন। এতে ৩৫ জন নিহত ও ৪৩ জন আহত হয়েছেন।’

পুলিশ জানিয়েছে, ফ্যান নামের ৬২ বছর বয়সী ওই ব্যক্তি বেপরোয়া গতিতে স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যালটি (এসইউভি) তাদের ওপর উঠিয়ে দেন। ঝুহাই স্পোর্টস সেন্টারের সামনে প্রতিবন্ধকতা গুঁড়িয়ে দিয়ে তাদের ওপর গাড়ি চালিয়ে দেন তিনি। এ সময় গাড়ির নিচে চাপা পড়েন বেসামরিক মানুষ। পরে গাড়িতে থাকা ছুরি দিয়ে নিজের গলায় জখম করেন তিনি। এরপর গুরুতর আহত অবস্থায় পালিয়ে যাওয়ার চেষ্টার সময় ফ্যানকে গ্রেপ্তার করে পুলিশ এবং হাসপাতালে ভর্তি করে দেয়। এখন পর্যন্ত তিনি কোমায় রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিক তদন্তে জানা গেছে, বিয়েবিচ্ছেদের পর স্ত্রীর সঙ্গে সম্পত্তির ভাগাভাগি নিয়ে সৃষ্ট অসন্তোষ থেকে লোকজনের ওপর ফ্যান গাড়ি চালিয়ে দেন বলে ধারণা করা হচ্ছে। পুলিশ বলছে, বর্তমানে কোমায় থাকায় গাড়ির চালক ফ্যানকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শীদের শেয়ার করা ভয়াবহ এই ঘটনার ভিডিও চীনের সামাজিক যোগাযোগমাধ্যম কর্তৃপক্ষ মুছে ফেলেছে। তবে কিছু ফুটেজ এখনও অনলাইনে রয়েছে। এতে দেখা যায়, হামলাস্থলে অনেক মানুষ মাটিতে গুরুতর আহত অবস্থায় পড়ে আছেন। স্থানীয় প্যারামেডিকস ও পথচারীরা সেখানে তাদের সেবা দেয়ার চেষ্টা করছেন।

চেন নামের প্রত্যক্ষদর্শী চীনা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, হামলার সময় সেখানে কমপক্ষে ছয়টি দল হাঁটার জন্য স্টেডিয়ামে জড়ো হয়েছিল। সেখানে সেন্টারটির সামনের সড়কের পাশে প্রতিদিনই শরীর চর্চা করেন তারা।

মানবকণ্ঠ/আরআই