
পার্কে ঘুরতে এসে সন্তানকে ছেড়ে দিয়ে মোবাইলে ব্যস্ত হয়ে পড়েন মা। আর সেই ব্যস্ততা গড়ায় ঘণ্টাব্যাপী। এ সময়ের মধ্যেই পানিতে পড়ে যায় তার তিন বছরের শিশু।
যুক্তরাষ্ট্রের টেক্সাসের ক্যাম্প কোহেন ওয়াটার পার্কে এ ঘটনা ঘটে। ৩৫ বছর বয়সী ওই মা তার ৩ বছরের শিশু ওয়ার্টার পার্কের পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় পার্ক কর্তৃপক্ষকে দায়ী করেছেন।
এ ঘটনায় ওই মা পার্কের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় ওই মায়ের আইনজীবী পার্কে নিয়োজিত নিরাপত্তাকর্মীদের অবহেলাকে দায়ী করেছেন। নিউ ইয়র্ক পোস্টের বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
এল পাসো টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শিশু মৃত্যুর ঘটনায় প্রত্যক্ষদর্শীরা ওই নারীর অমনোযোগীতাকে দায়ী করেছেন। চলতি বছরের মে মাসে ব্যক্তিমালিকানাধীন ওই পার্কে পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়।
পরে ৩০ আগস্ট ওই নারীকে তার নিজের শহর ইন্ডিয়ানা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে এল পাসো কান্ট্রি কারাগারে রাখা হয়। গত ২২ সেপ্টেম্বর তাকে ১ লাখ ডলারের বন্ডের বিনিময়ে মুক্তি দেওয়া হয়।
পার্কটিতে যখন শিশুটি ডুবে যায় তখন ১৮ জন লাইফগার্ড নিরাপত্তার দায়িত্ব ছিলেন। যে নিরাপত্তা কর্মী শিশুটিকে পুল থেকে উদ্ধার করেন তিনি জানান, শিশুটি প্রায় ৪ ফুট পানির নিচে ডুবে যায়।
মানবকণ্ঠ/এআই
Comments