Image description

অবশেষে দেশের খোলাবাজারে ডলারের দাম কিছুটা নিম্নমুখী হয়েছে। ১২৩ টাকা দরে বিক্রি হচ্ছে মার্কিন মুদ্রাটি। 

সোমবার (২০ নভেম্বর) রাজধানীর বিভিন্ন মানি এক্সচেঞ্জগুলো ঘুরে এই তথ্য পাওয়া গেছে। 

ঢাকার নানা মানি এক্সচেঞ্জগুলোতে দেখা যায়, প্রতিষ্ঠানগুলোতে নগদ ডলারের সরবরাহ বেড়েছে। মূলত এতেই সপ্তাহ ব্যবধানে ইউএস মুদ্রাটির মূল্য হ্রাস পেয়েছে অন্তত ৪ টাকা। 

এখন মানি এক্সচেঞ্জারগুলো প্রতি ডলার কিনছে ১২২ টাকা করে। যদিও এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশনের বেঁধে দেয়া দাম ১১৫ টাকা ৫০ পয়সা। আর বিক্রির মূল্য ১১৭ টাকা।

বৈদেশিক মুদ্রা ব্যবসায়ীরা বলছেন, সাম্প্রতিক সময়ে খোলাবাজারে ডলারের সরবরাহ বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে তুলনামূলকভাবে চাহিদা নিম্নমুখী হয়েছে। ফলে প্রধান আন্তর্জাতিক মুদ্রার দরপতন ঘটেছে। গত ১০ নভেম্বর ইউএস ডলারপ্রতি দর ছিল ১২৭ টাকা। দেশের ইতিহাসে যা সর্বোচ্চ। এর আগে কখনও এই রেকর্ড দেখা যায়নি।

অ্যাসোসিয়েশনের বেঁধে দেয়া দামে ব্যাপক পরিমাণে ডলার কিনতে পারছে না বাণিজ্যিক ব্যাংকগুলো। ফলে সেভাবে বিক্রিও করতে পারছে না তারা। অন্যদিকে, খোলাবাজারে বেশি দরে ডলার বিক্রি হচ্ছে। ফলে সেদিকেই ঝুঁকছেন প্রবাসী ও বিদেশফেরত ব্যক্তিরা। এতে সেখানে সরবরাহ বেড়েছে।

মূলত, চিকিৎসার জন্য প্রতি মাসে বিপুল সংখ্যক বাংলাদেশি বিদেশে যান। প্রচুর শিক্ষার্থী পড়াশোনার উদ্দেশ্যে বাইরে গমন করেন। এছাড়া পর্যটনের জন্যও ভ্রমণপিপাসুরা বিশ্বের নানা প্রান্তে ছুটছেন। এসব গ্রাহক খোলাবাজার থেকে ডলার কিনে থাকেন।

 

মানবকণ্ঠ/এফআই