Image description

বরিশালের আগৈলঝাড়ায়  হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তির ঘটনায় তমাল বৈদ্য নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার তমাল উপজেলার রাংতা গ্রামের তাপস বৈদ্যর ছেলে।

জানা গেছে, মহানবী হযরত মুহাম্মদ (স:) কে নিয়ে কটূক্তির ঘটনাকে কেন্দ্র করে আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামে রবিবার (১৮ জুন) রাতে চরম উত্তেজনা ছড়িয়ে পরে।

স্থানীয় তৌহিদী জনতা কটূক্তিকারী তমাল বৈদ্যকে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাংতা বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

খবর পেয়ে থানার ওসি মো. অলিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত তমাল বৈদ্যকে গ্রেপ্তার করেছেন।

আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. অলিউল ইসলাম জানান, তমাল বৈদ্যর বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আজ তাকে বরিশাল আদালতে প্রেরণ করা হবে।