Image description

ঢাকার কেরাণীগঞ্জে জুনায়েদ হোসেন (১৬) নামে এক কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৪ মে) সকালে দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন বাস্তা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জুনায়েদ বাস্তা ইউনিয়নের রাজাবাড়ি এলাকার মনির হোসেন ওরফে মনু মিয়ার ছেলে। সে স্থানীয় শেখ মেটাল নামে একটি কারখানায় কর্মরত ছিল। 

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, জুনায়েদ প্রতিদিন সকালে বাসা থেকে বের হয়ে কাজের উদ্দেশ্যে গিয়ে রাত এগারোটার দিকে বাড়িতে ফিরে। গতকাল বাসায় ফেরার পথে  ইউনিয়ন পরিষদের কাছে তার বাড়ির সামনে  পৌঁছালে কে বা কারা গলা কেটে তাকে হত্যা করে মরদেহ ফেলে রেখে যায়। ধারণা করা হচ্ছে পারিবারিক কোনো পূর্বশত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে।

দক্ষিণ কেরাণীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও আলামত সংগ্রহ করেছে। আশা করি খুব দ্রুতই আসামিদের গ্রেফতার করে হত্যার কারণ উদঘাটন করতে পারব।