

প্রধানমন্ত্রীসহ অন্য যারা ভোট চাচ্ছেন, তারা ভোট চাইতে পারেন কিনা তা নিয়ে এখনই কোনো মন্তব্য করবেন না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, ‘বিষয়টি কেউ নজরে আনেনি। তফসিল ঘোষণার পর কেউ আচরণবিধি লঙ্ঘন করছেন কিনা আমরা তখন দেখব।’
সোমবার (১৮ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জেলা প্রশাসকরা নির্বাচনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাই আচরণে কোনোভাবেই পক্ষপাত প্রকাশ পাওয়া উচিত নয়। এজন্যই জামালপুরের জেলা প্রশাসক ইমরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন চিঠি দিয়েছে।
এছাড়া সরকারি সফরে প্রধানমন্ত্রী ভোট চাইতে পারেন কি-না তা জানতে চাওয়া হলে সিইসি বলেন, বিষয়টি কেউ কমিশনের নজরে আনেনি। আনলে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে।
সিইসি বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগেও যদি নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা বিতর্কিত আচরণ করেন, তাদের বিরুদ্ধে ইসি ব্যবস্থা নিতে পারে। এই সুযোগ ইসির আছে।
মানুষের আস্থার স্বার্থে, সরকারের স্বার্থে, নির্বাচন কমিশনের স্বার্থে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান তিনি। সেই সঙ্গে কোনো জেলা প্রশাসকের পক্ষপাতমূলক আচরণ প্রতিফলিত হোক সেটা ইসি চায় না বলেও জানান।
মানবকণ্ঠ/আরএইচটি