Image description

ঢাকা ওয়াসার দশটি জোনের মধ্যে চারটি জোনে পানির সমস্যা চলছে বলে জানিয়েছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান। বিদ্যুৎ বিভ্রাটের জন্য এ সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৮ জুন) দুপুর পৌনে দুইটায় কারওয়ান বাজারস্থ ওয়াসা ভবনে চলমান পানি সংকট নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তাকসিম এ খান বলেন, আমাদের দশটি জোনের মধ্যে ছয়টিতে পানি সরবরাহ ঠিক আছে। বাকী চারটি জোনে সমস্যা হচ্ছে। বিদ্যুৎ নিয়মিত না পাওয়ার কারণে পাম্প চালাতে পারছে না ঢাকা ওয়াসা। ফলে ডিপ টিউবওয়েল থেকে পানি উত্তোলন করা সম্ভব হচ্ছে না।

বসুন্ধরা এলাকার পানি সমস্যা আগামীকালের মধ্যে সমাধান হয়ে যাবে বলে জানান তিনি।

ঢাকা ওয়াসার এমডি জানান, যে সকল এলাকায় পানির সমস্যা হচ্ছে, সেখানে ওয়াসার পানির গাড়ির মাধ্যমে পানি সরবরাহ করা হচ্ছে। এ কাজে ঢাকা ওয়াসার ৪৮টি পানির গাড়ি কাজ করছে। ছোট রাস্তার জন্য ১৭টি ট্রলি গাড়ির মাধ্যমে পানি সরবরাহ করা হচ্ছে।

তবে বিদ্যুৎ বিভ্রাটের জন্য পানির গাড়িতেও পানি ভরতে সমস্যা হচ্ছে বলে জানান এই প্রকৌশলী।

মানবকণ্ঠ/এসআরএস