ওবায়দুল কাদেরের সাথে বেলজিয়ামের রাষ্ট্রদূতের সাক্ষাৎ


  • অনলাইন ডেস্ক
  • ২৯ মার্চ ২০২৩, ২০:০৭

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বেলজিয়ামের অনাবাসিক রাষ্ট্রদূত দিদিয়ের ভ্যান্ডারহাসেল্ট।

বুধবার (২৯ মার্চ) সকালে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশে সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে নিরাপত্তা বিধানে করণীয়সহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

মানবকণ্ঠ/আরএইচটি


poisha bazar