বস্ত্রখাতকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা চেয়েছে টেক


  • নিজস্ব প্রতিবেদক
  • ২৬ মার্চ ২০২৩, ১৯:৫২,  আপডেট: ২৬ মার্চ ২০২৩, ২১:২০

বস্ত্রখাতকে এগিয়ে নিতে একযোগে কাজ করতে সকলের সহযোগিতা কামনা করেছে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ক্লাব (টেক)। তারা বর্তমান বস্ত্রখাতের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে ব্যাপাক আলোচনা করেন। আলোচনায় এই বস্ত্রশিল্পের উন্নয়নের জন্যে নানান দিক নির্দেশনার কথা নিয়ে বক্তব্য রাখেন সকল অতিথিবৃন্দ।

মহান স্বাধীনতা দিবস ২৬ মার্চ রবিবার রাজধানীর আর্মি গলফ ক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় সংগঠনের উদ্যোগে। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ক্লাব বস্ত্র প্রকৌশলীদের একটি সংঘবদ্ধ সংগঠন। প্রতিবছর সংগঠনটি বেশ জাঁকজমকভাবে রমজান উপলক্ষ্যে ইফতার মাহফিলের আয়োজন করে। এই অনুষ্ঠানে বাংলাদেশ বস্ত্র প্রকৌশল বিশ্ববিদ্যালয় সহ আরো অন্যান্য স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, বস্ত্রশিল্পের সাথে জড়িত অন্যান্য আরো অনেক সুপরিচিত গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মো. জুলফিকার আলী সিমন (সভাপতি-টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ক্লাব-টেক)। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. লালমোহন বাড়াল (প্রফেসর এবং বিভাগীয় প্রধান টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ, আহাসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), হামদুল্লাহ আল মেহেদী (চেয়ারম্যান, বাংলাদেশ লেবার পার্টি), মোহাম্মদ কামরুজ্জামান মিঠু (ডিরেক্টর, ওয়ানটেক্স লিঃ), কল্যাণ ভট্টাচার্য্য (বিভাগীয় প্রধান-টেক্সটাইল ডিভিশন, ইউটাহ গ্রুপ অব কোম্পানী), মো. ইসমাইল মোল্লা (প্রাক্তন অধ্যক্ষ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, জোরারগঞ্জ, চট্টগ্রাম ), কাউসার আলম শিকদার (সিইও, আলীগঞ্জ ডট কম লিঃ), ইন্দ্রপাল সিং রাওয়াত (সিওও- টেক্সটাইল ডিভিশন, ফারিহা নীট টেক্সটাইল লিঃ), মো. ফিরুজুল ইসলাম (ডিরেক্টর, এশিয়া ক্লোভার কালেকশন), শংকর দয়াল বিশ্বাস (সিইও, গোয়াং লি মেশিনারি ইন্ডাস্ট্রিয়াল কোং লিঃ) ।

সুদীপ্ত ভট্টাচার্যের মনোরম সঞ্চালনায় অনুষ্ঠানের প্রথমে শুরু হয় জাতীয় সংগীত, দুআ ও তারপর ইফতার আয়োজন। ইফতার শেষে মাগরিবের নামাজের পর মতবিনিময় সভায় বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথি।

অনুষ্ঠান শেষে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ক্লাব কম্পিটিশন সিজন-১ প্রতিযোগিতায় একটি ক্যাটাগরি ছিল এপিসোড রিভিউ। স্বতঃস্ফূর্তভাবে অনেকেই অংশগ্রহণ করেছেন। তাদের মধ্য থেকে সেরা ১০ নির্বাচিত হন। বিজয়ীদের হাতে লক্ষাধিক মূল্যের পুরস্কার তুলে দেওয়া হয়।

প্রথম স্থান অর্জন করেছেন মো. মোকতার হোসেন শিক্ষার্থী, শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, ঝিনাইদহ। দ্বিতীয় স্থান অর্জন করেছেন মো. আব্দুল্লাহ হোসেন শিক্ষার্থী, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, জোরারগঞ্জ, চট্টগ্রাম। তৃতীয় স্থান অর্জন করেছেন আসলাম মনির শিক্ষার্থী, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, জোরারগঞ্জ, চটগ্রাম। চতুর্থ স্থান অর্জন করেছেন নাজমুর রব্বানী শিক্ষার্থী, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, জোরারগঞ্জ, চট্টগ্রাম। পঞ্চম স্থান অর্জন করেছেন নিলয় চৌধুরী শিক্ষার্থী, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, জোরারগঞ্জ, চট্টগ্রাম। ষষ্ঠ স্থান অর্জন করেছেন সাইদুল ইসলাম রিফাত শিক্ষার্থী, ড. এমএ ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, রংপুর। সপ্তম স্থান অর্জন করেছেন মো. ইরফান উদ্দীন খান আতিক শিক্ষার্থী, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, জোরারগঞ্জ, চট্টগ্রাম। অষ্টম স্থান অর্জন করেছেন রিয়াজ হোসেন শিক্ষার্থী, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, জোরারগঞ্জ, চট্টগ্রাম। নবম স্থান অর্জন করেছেন আব্দুল্লাহ আল মিয়াজী শিক্ষার্থী, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, জোরারগঞ্জ, চট্টগ্রাম। দশম স্থান অর্জন করেছেন মো. মেহেদী হাসান শিক্ষার্থী, শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, ঝিনাইদহ। টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ক্লাব বস্ত্রশিল্প উন্নয়ন ও বস্ত্রখাতের নানান দিক উন্নীত করার জন্যে বিভিন্ন পদক্ষেপ নেয়ার পাশাপাশি সাংগঠনিকভাবে মানবতার সেবায়ও কাজ করে থাকে। আগামীতে সংগঠনটি আরো বড় পরিসরে দেশের সকল বস্ত্র প্রকৌশলীদের সাথে নিয়ে বস্ত্রশিল্প ও বস্ত্র প্রকৌশলীদের উন্নয়নের জন্য নানান দিকমুখী পদক্ষেপ নিয়েছে।

মানবকণ্ঠ/এফআই


poisha bazar