হজের খরচ কমলো


  • অনলাইন ডেস্ক
  • ২১ মার্চ ২০২৩, ১৯:২৫

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান জানিয়েছেন, চলতি বছর হজে সৌদি সরকার বাংলাদেশি হাজিদের ‘বি’ ও ‘সি’ ক্যাটাগরিতে খরচ কমিয়েছে। এই দুই ক্যাটাগরিতে কী পরিমাণ টাকা কমিয়েছে তা আনুষ্ঠানিকভাবে বুধবার জানানো হবে।

মঙ্গলবার দুপুরে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, গত বছরের চেয়ে চলতি বছর সৌদি মুদ্রা এক রিয়ালে বাংলাদেশি টাকা ১০ টাকা বৃদ্ধি পেয়েছে। এতে ৬০ থেকে ৬৫ হাজার টাকা বৃদ্ধি পেয়েছে। এছাড়া সৌদি সরকার সুযোগ সুবিধা বৃদ্ধি করায় অতিরিক্ত এক লাখ টাকা বৃদ্ধি করেছে। ফলে এবার হজে বেশি খরচ হচ্ছে।

সংলাপে উপস্থিত ছিলেন- আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল কুদ্দুস, নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্না আহমেদ,‌ নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ প্রমুখ।

মানবকণ্ঠ/এসআরএস


poisha bazar