পল্লবী স্টেশনে প্রথম দিনে নেই যাত্রীর চাপ


  • অনলাইন ডেস্ক
  • ২৫ জানুয়ারি ২০২৩, ১১:৩৫

যাত্রা শুরুর দিন মেট্রোরেলের পল্লবী স্টেশনে যাত্রীর তেমনটা চাপ নেই। শুরুর দিনে যাত্রীচাপ থাকবে বলে আশা করা হলেও কর্মদিবসেও তেমনটা ভিড় দেখা যায়নি।

বুধবার (২৫ জানুয়ারি) সকালে চালু হয় পল্লবী স্টেশন। এর মধ্য দিয়ে মিরপুরবাসীর অপেক্ষার প্রহর শেষ হয়।

সরেজমিনে পল্লবী স্টেশন গিয়ে দেখা যায়, সেখানে যাত্রীদের তেমনটা ভিড় নেই। যারা এসেছেন তারা সহজেই টিকিট কেটে ট্রেনে চড়ছেন। যাত্রীদের ভাষ্য, মানুষের উচ্ছ্বাস আগারগাঁও স্টেশন চালু হওয়ার সময়ই ছিল। তাই পল্লবী স্টেশন ঘিরে তেমন ভিড় নেই।

অফিসগামী এক যাত্রী বলেন, প্রথমদিকে মানুষ আসতো মেট্রোরেলে ঘুরতে। আগারগাঁও বা উত্তরা স্টেশন চালু হওয়ার পর দর্শনার্থীর সংখ্যাই ছিলো বেশি। আমরা এখন যারা চড়ছি তারা বেশিরভাগ অফিসগামী যাত্রী। দর্শনার্থীর সংখ্যা কম বলেই যাত্রীর চাপ কম।

পল্লবী স্টেশনের জেনারেল ম্যানেজার ইফতেখার হোসেন বলেন, জনগণের দাবি ছিল সব স্টেশন চালু করার। আমরা একে একে সবগুলো স্টেশনই চালু করব। আজ প্রথম দিন হওয়ায় যাত্রচাপ কিছুটা কম, আশা করছি সামনের দিনে যাত্রীর সংখ্যা বাড়বে।


poisha bazar