'প্রাথমিক শিক্ষা' সমৃদ্ধ জাতি গঠনের ভিত: গণশিক্ষা প্রতিমন্ত্রী

- অনলাইন ডেস্ক
- ২৫ নভেম্বর ২০২২, ১১:৩৪
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, সমৃদ্ধ জাতিগঠনে প্রাথমিক শিক্ষা ভিত হিসেবে কাজ করে ।
তিনি বলেন, ‘একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও সফল জাতিগঠনে প্রাথমিক শিক্ষা ভিত হিসেবে কাজ করে। তাই এ ভিত সুদৃঢ় করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। ’
গতকাল বৃহস্পতিবার কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তালতলা সরকারি প্রাথমিক বিদ্যলয়, নাজিমখান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ডাংরারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে এ সব কথা বলেন তিনি।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বিদ্যালয়ের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন ও শ্রেণিকক্ষে শিক্ষকদের পাঠদান প্রত্যক্ষ করেন। তিনি শিশু শিক্ষার্থীদের শিখন দক্ষতা যাচাই করেন।
প্রতিমন্ত্রী বিদ্যালয়ের পরিবেশ, শিক্ষার্থীদের মেধা ও শিক্ষকদের আন্তরিকতায় সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি বিদ্যালয়গুলোর অবকাঠামো সমস্যার অচিরেই সমাধানের আশ্বাস দেন।
পরিদর্শনকালে কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহীদুল ইসলামসহ স্থানীয় শিক্ষা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মানবকণ্ঠ/আরসি

আরো সংবাদ

