দাম কমল চিনি ও পাম তেলের

- অনলাইন ডেস্ক
- ২২ সেপ্টেম্বর ২০২২, ১৮:২১
খোলা ও প্যাকেটজাত চিনি এবং পাম তেলের নতুন দাম নির্ধারণ করেছে সরকার। এতে করে পাম তেলের ১২ টাকা এবং চিনির দাম ৬ টাকা কমেছে।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
প্রতি কেজি প্যাকেটজাত চিনি সর্বোচ্চ ৮৯ টাকা, খোলা চিনি প্রতি কেজি ৮৪ এবং পাম তেলের লিটার ১৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
মানবকণ্ঠ/পিবি


