একসঙ্গে ১৪৬ কনস্টেবলকে ঢাকায় বদলি


  • অনলাইন ডেস্ক
  • ১৮ আগস্ট ২০২২, ১৫:৫৪

দেশের বিভিন্ন জেলা থেকে বাংলাদেশ পুলিশের ১৪৬ জন কনস্টেবলকে একসঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) বদলি করা হয়েছে।

বুধবার (১৭ আগস্ট) পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ সদর দপ্তর।

প্রজ্ঞাপনে ১৪৭ জন কনস্টেবলকে বদলির আদেশ দেওয়া হয়েছে। তাদের মধ্যে নাটোর জেলা পুলিশের একজনকে রংপুর রেঞ্জে বদলি করা হয়েছে। বাকিদের ঢাকায় বদলি করা হয়েছে।

আদেশে স্বাক্ষর করেন পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি পার্সোনাল ম্যানেজমেন্ট-৩) মো. মাহবুবুল করিম।

আদেশে প্রত্যেককে ৩০ আগস্টের মধ্যে স্ব স্ব কাজ বুঝিয়ে দিয়ে কর্মস্থল ত্যাগ করতে বলা হয়েছে। অন্যথায় ৩১ আগস্ট তাদের স্ট্যান্ড রিলিজের নির্দেশ দেওয়া হয়েছে। 

 

মানবকণ্ঠ/পিবি


poisha bazar