বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত


  • অনলাইন ডেস্ক
  • ১৮ আগস্ট ২০২২, ১৫:৪৪,  আপডেট: ১৮ আগস্ট ২০২২, ১৫:৫১

উত্তরপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে উঠছে।

এদিকে প্রখর রোদে গরমের তীব্রতা অনেকটা বেড়েছে। এতে দিশেহারা হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষ।

গত ২৪ ঘন্টায় জেলায় সর্বোচ্চ ৩৫.৬ ডিগ্রি সেলিসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। তবে উপকূলীয় এলাকায় গভীর সঞ্চারশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। যে কোন সময় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রা বন্দরসহ দেশের সব সমুদ্র বন্দরকে ০৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। সকল মাছধরা ট্রলার সমূহকে নিরপাদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। 

 

মানবকণ্ঠ/পিবি


poisha bazar