মহানগরীতে কি.মি প্রতি বাস ভাড়া বৃদ্ধি ৩৫ পয়সা, দূরপাল্লায় ৪০


  • অনলাইন ডেস্ক
  • ০৬ আগস্ট ২০২২, ২২:০০,  আপডেট: ০৬ আগস্ট ২০২২, ২২:২১

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সঙ্গে ভাড়া সমন্বয় করে গণপরিবহনের নতুন ভাড়া নির্ধারণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বিআরটিএর সিদ্ধান্ত অনুযায়ী দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারের জন্য যাত্রী প্রতি ভাড়া ৪০ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ২ টাকা ২০ পয়সা। আর মহানগরে প্রতি কিলোমিটারের জন্য ৩৫ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ২ টাকা ৫০ পয়সা। এছাড়া বাসে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০ টাকা, মিনিবাসে ৮ টাকা। নতুন এ ভাড়া রোববার (৭ আগস্ট) থেকে কার্যকর হবে।

শনিবার (৬ আগস্ট) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে রাজধানীর বনানীর বিআরটিএর কার্যালয়ে পরিবহন নেতাদের সঙ্গে বৈঠকে বসে। বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

এর আগে,শুক্রবার (৫ আগস্ট) রাতে সরকার জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করে। রাত ১২টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে। এখন ডিজেল ও কেরোসিনের খুচরা মূল্য প্রতি লিটারে ১১৪ টাকা, পেট্রল ১৩০ ও অকটেন ১৩৫ টাকা। লিটারে ৩৪ থেকে ৪৬ টাকা বেড়েছে তেলের দাম। 

 

মানবকণ্ঠ/পিবি


poisha bazar