প্রথম দিনে টিকা নিলেন যারা


- অনলাইন ডেস্ক
- ২৭ জানুয়ারি ২০২১, ১৯:১৭
দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। প্রথমদিনেই ভ্যাকসিন নিয়েছেন ২৭জন। এদের মধ্যে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, পুলিশ ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার রয়েছেন।
বুধবার (২৭ জানুয়ারি) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে অনুষ্ঠানে যুক্ত হয়ে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন।
করোনার টিকা নিতে প্রথম দিনে নিবন্ধন করেন ৩২ জন। যার মধ্যে ২৭ জনকে টিকা দেয়া হয়েছে।
আজ যারা টিকা নিয়েছেন তারা হলেন- রুনু ভেরোনিকা কস্তা, ডা. আহমেদ লুৎফুল মোবেন, অধ্যাপক নাসিমা সুলতানা, দিদারুল ইসলাম, বিগ্রেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ, মাজেদুল ইসলাম, সানজিদা সুলতানা, আব্দুল হালিম, এনামুল হাসান, মো. হামজা, শাম্মী আকতার, ডা. আল মামুন শাহরিয়ার সরকার, ডা. ফরিদা ইয়াসমিন, ডা. আফরোজা জাহিন, ডা. অরূপ রতন চৌধুরী, অধ্যাপক ডা. আবদুল কাদের খান, মেজর জেনারেল মাহবুবুর রহমান, আব্দুর রহিম, কাজী জসিম উদ্দিন, মোশারফ হোসাইন, সাংবাদিক মাসুদ রায়হান পলাশ, আল- মাসুম মোল্লা, আমিরুল মোমেনিন, মিস মুন্নি খাতুন, আশিফুল ইসলাম ও দেওয়ান হেমায়েত হোসাইন।
দেশে বৈশ্বিক মহামারি করোনার সংক্রমণ ঘটে গত বছরের মার্চে। ভাইরাসটির প্রথম ঢেউ শেষ হওয়ার পর এখন চলছে দ্বিতীয় ঢেউ। এই মহামারি থেকে দেশবাসীকে সুরক্ষা দিতে সরকারের পক্ষ থেকে তিন কোটি ভ্যাকসিন কেনার চুক্তি হয়েছে।
ইতোমধ্যে তিন কোটি ভ্যাকসিনের মধ্যে ৫০ লাখ টিকা দেশে পৌঁছেছে। তাছাড়া ভারত সরকারের পক্ষ থেকে উপহারস্বরূপ ২০ লাখ ডোজ করোনার ভ্যাকসিন দেশে এসেছে।
মানবকণ্ঠ/এসকে
আরো সংবাদ

