জনগণকে আগ্রহী করতে প্রধানমন্ত্রীকে দিয়ে টিকা দেয়া শুরু চান জাফরুল্লাহ


- অনলাইন ডেস্ক
- ২২ জানুয়ারি ২০২১, ১২:৪০
জনগণকে করোনার ভ্যাকসিন গ্রহণে আগ্রহী করতে প্রধানমন্ত্রীকে দিয়ে টিকা প্রদান কর্মসূচি শুরু চান গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।
শুক্রবার (২২ জানুয়ারি) করোনা টিকার সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
জাফরুল্লাহ বলেন, কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই বিনা টেন্ডারে করোনার টিকা আমদানির সুযোগ দিয়ে একটি বেসরকারি কোম্পানিকে অর্থনৈতিক সুবিধা দিচ্ছে সরকার। ওই কোম্পানিকে সুবিধা দিতেই দুই ডলারের টিকা জনগণের কাছে বিক্রি করা হবে ৫ ডলারে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, যতদিন সরকারিভাবে ভ্যাকসিন দেয়া শেষ না হবে, ততোদিন বেসরকারিভাবে টিকা আমদানির সুযোগ দেয়া ঠিক হবে না। এতে টিকার দাম বেড়ে যাবে, নকল ভেজাল ভ্যাকসিন চলে আসবে।
বেসরকারিভাবে ভ্যাকসিন আমদানি বন্ধে প্রয়োজনে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।
মানবকণ্ঠ/এনএস
আরো সংবাদ

