অগ্রণী ব্যাংকের কর্মকর্তা করোনাক্রান্ত, প্রিন্সিপাল শাখা লকডাউন


- অনলাইন ডেস্ক
- ০৮ এপ্রিল ২০২০, ১৮:১২
ব্যাংকের বৈদেশিক লেনদেন শাখার একজন সিনিয়র অফিসার করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হওয়ায় রাজধানীর মতিঝিলে অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল শাখা লকডাউন করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় ব্যাংকের একজন সিনিয়র অফিসার করোনা আক্রান্ত হওয়ার রিপোর্ট পাওয়ার সঙ্গে সঙ্গে শাখাটি লকডাউন করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহম্মদ শামসুল ইসলাম বলেন, বুধবার সকাল সাড়ে ১১টায় একজন সিনিয়র অফিসার করোনা আক্রান্ত হওয়ার রিপোর্ট পাওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশ ব্যাংকে অবহিত করে শাখাটি লকডাউন করা হয়েছে। ব্যাংকের পক্ষ থেকে সার্বক্ষণিক তার খোঁজ খবর রাখা হচ্ছে।
তিনি বলেন, যে কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, তিনি ব্যাংকের বৈদেশিক লেনদেন শাখায় কাজ করতেন। তার সঙ্গে এই সময় ব্যাংকে ছিলেন ৬২ জন, তাদের সবাইকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। আগামী ১৪ দিন ব্যাংক লকডাউন থাকবে। বর্তমানে প্রিন্সিপাল শাখার কার্যক্রম মতিঝিল আমিন কোর্ট শাখা থেকে চলবে।
আরো সংবাদ
