পিল গ্রুপের শীর্ষ দুই কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ


- অনলাইন ডেস্ক
- ১০ মার্চ ২০২০, ২০:৩৫
ঠিকাদার জিকে শামীমের সংশ্লিষ্টতায় পিল গ্রুপের চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ মিন্টু ও এমডি রিসাল মাহমুদকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার (৩ মার্চ) দুদকের প্রধান কার্যালয়ে থেকে সংস্থাটির পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের সই করা পৃথক চিঠিতে এই দুজনকে আগামী ১০ মার্চ হাজির হতে বলা হয়।
দুদকের পাঠানো চিঠিতে ঠিকাদার জিকে শামীমসহ বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে সরকারি কর্মকর্তাসহ প্রভাবশালীদের শত শত কোটি টাকা ঘুষ দিয়ে বড় বড় ঠিকাদারি কাজ নিয়ে বিভিন্ন অনিয়মের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ, ক্যাসিনো ব্যবসা ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে শত কোটি টাকা বিদেশে পাচার ও জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে।
মানবকণ্ঠ/এআইএস

