অবৈধ সম্পদ অর্জন
এবার কাজী আনিস ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা


- অনলাইন ডেস্ক
- ২৯ অক্টোবর ২০১৯, ১৬:৩০
এবার যুবলীগের বহিষ্কৃত দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান ও তার স্ত্রী সুমি রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে অবৈধ সম্পদের অজর্নের অভিযোগ আনা হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) কমিশনের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি করেন।
আনিসের বিরুদ্ধে মামলায় ‘ক্যাসিনোর কারবারের মাধ্যমে’ ঘোষিত আয়ের বাইরে ১২ কোটি ৮০ লাখ টাকার সম্পদের মালিক হওয়ার অভিযোগ আনা হয়েছে। আর আলাদা মামলায় ঘোষিত আয়ের বাইরে এক কোটি ৩১ লাখ ১৬ হাজার ৫০০ টাকার সম্পদ থাকার অভিযোগ আনা হয়েছে সুমির বিরুদ্ধে।
ক্যাসিনোকাণ্ডে যুবলীগ নিয়ে সারা দেশে ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যে আনিসুরের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠার পর গত ১১ আক্টোবর তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।
মানবকণ্ঠ/আরবি
