লিপস্টিক বানান নিজেই


  • অনলাইন ডেস্ক
  • ২৪ মে ২০২৩, ২১:২৮

সাজগোজের অন্যতম একটি অংশ লিপস্টিক দিয়ে ঠোঁট রাঙানো। লাল, গোলাপি, মেরুন কিংবা পছন্দমতো রঙে ঠোঁটজোড়া সাজাতে ভালোবাসেন বেশিরভাগ নারী। তবে বিশেষজ্ঞরা বলছেন, যে লিপস্টিকই ব্যবহার করুন না কেন, দীর্ঘদিন একভাবে ব্যবহার করলে ঠোঁটে কালচে ছোপ পড়তেই পারে।

আসলে লিপস্টিক তৈরিতে ব্যবহার করা হয় রাসায়নিকযুক্ত রঙ। এই রঙের পিগমেন্টের কারণেই ঠোঁটে কালচে ছোপ পড়ে যায়। কেমন হয় যদি ঘরে নিজেই সহজ কিছু উপাদান দিয়ে বানিয়ে ফেলেন লিপস্টিক? চলুন জেনে নিই বিস্তারিত-

যা যা লাগবে

মোম
নারকেল তেল বা কাঠবাদামের তেল
শিয়া বাটার
ভেষজ রং
এসেনশিয়াল তেল

কীভাবে তৈরি করবেন

একটি বাটিতে পানি গরম করতে দিন। তার মধ্যে আরেকটি বাটি বসান। ‘ডাবল বয়লার’ পদ্ধতিতে মোম গলিয়ে নিন। মোম গলে গেলে এতে নারকেল বা কাঠবাদামের তেল মেশান। ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিন শিয়া বাটার।

আঁচ একেবারে আস্তে করে রাখুন। সব উপকরণ ভালো করে না মেশা পর্যন্ত অপেক্ষা করুন। এবার ওই তরলে মিশিয়ে নিন পছন্দের রং। ভালো করে মেশানো হয়ে গেলে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল দিন।

এবার এই মিশ্রণটি ফাঁকা লিপস্টিকের টিউব বা ছোট্ট বক্সের মধ্যে ঢেলে ফ্রিজে রেখে দিন। জমাট বেঁধে গেলেই তৈরি হয়ে যাবে লিপস্টিক।

মানবকণ্ঠ/এসআরএস


poisha bazar