Image description

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে আরও ৩ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন।

তারা হলেন, প্রাইম ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ অফিসার মো. হুমায়ুন কবির, সিনিয়র অফিসার মো. আব্দুল্লাহ আল হাসান ও অফিসার শেখ আশরাফুল ইসলাম।

বৃহস্পতিবার (৮ জুন) ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালতে সাক্ষ্য দেন তারা। একই সঙ্গে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আদালত ১১ জুন রোববার দিন ধার্য করেন।

এ নিয়ে মামলাটিতে চার্জশিটভুক্ত ৫৬ সাক্ষীর মধ্যে রোববার পর্যন্ত ২৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল।

এর আগে গত ৫ জুন এই মামলার সাক্ষ্যগ্রহণকালে আদালতের সামনে বিএনপিপন্থী আইনজীবীদের সঙ্গে আওয়ামী লীগপন্থী আইনজীবীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের সাধারণ সম্পাদক ওমর ফারক ফারুকীসহ অন্তত ৭ জন আইনজীবী আহত হয়েছেন। গত ৩০ ও ৩১ মে তারেক রহমান ও জোবায়দা রহমানের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণকালে আদালতের এজলাস কক্ষে আইনজীবীদের মধ্যে হট্টগোল, হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় অন্তত ১৩ জন আইনজীবী আহত হন।

গত ১৩ এপ্রিল তাদের বিরুদ্ধে চার্জগঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন একই আদালত। গত ২১ মে মামলার বাদী দুদকের উপ-পরিচালক জহিরুল হুদার সাক্ষ্যের মাধ্যমে এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

২০২২ সালের ১ নভেম্বর তারেক রহমান ও জোবায়দার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন আদালত।

আইনজীবীরা জানান, সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, জোবায়দা রহমান ও তার মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক। পরের বছর তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

মানবকণ্ঠ/এসআরএস