Image description

রাজধানীর উত্তরার তুরাগ থানা এলাকা থেকে ডাচ্-বাংলা ব্যাংকের টাকা ছিনতাইয়ের ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছানো হয়েছে। এ প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১২ জুলাই দিন ধার্য করেছেন আদালত।

রোববার (২৮ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মল্লিক প্রতিবেদন দাখিলের নতুন এদিন ধার্য করেন।

মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আজকের দিন ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক সাজু মিয়া প্রতিবেদন দাখিল না করায় ১২ জুলাই দিন ধার্য করেছেন আদালত।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন, আদালতের তুরাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক লিয়াকত আলী।

এর আগে, গত ৯ মার্চ সকালে উত্তরায় ডাচ্-বাংলা ব্যাংকের টাকা বহনকারী গাড়ি থেকে প্রায় সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে টাকা বহনকারী প্রতিষ্ঠান মানি প্ল্যান্ট লিঙ্ক প্রাইভেট লিমিটেডের পরিচালক আলমগীর হোসেন বাদী হয়ে ডিএমপির তুরাগ থানায় একটি মামলা করেন। এ মামলায় গ্রেপ্তার ১২ আসামি আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

এদিকে ছিনতাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই অধিকাংশ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। একই সঙ্গে এ ঘটনায় জড়িত সন্দেহে সাতজনকে আটক করা হয়। পরে ডিএমপির ডিবি প্রধান হারুন অর রশীদ গণমাধ্যমকে জানান, উদ্ধার হওয়ার টাকার পরিমাণ ৯ কোটির বেশি। কিন্তু পুলিশ টাকা গুনে ৩ কোটি ৮৯ লাখ টাকা পায়।

পুলিশ সূত্র জানায়, খোয়া যাওয়া চারটি ট্রাংকের মধ্যে তিনটি ট্রাংক উদ্ধারের পর টাকা না গুনেই আনুমানিক ৯ কোটি উদ্ধারের কথা জানিয়ে দেয় ডিবি।

মানি প্ল্যান্ট লিংক প্রাইভেট লিমিটেডের পরিচালক আলমগীর হোসেন বলেন, পুলিশ আমাদের সামনেই টাকাগুলো গুনেছিল।