ফারদিন হত্যা: মামলার তদন্ত প্রতিবেদন পেছাল


  • অনলাইন ডেস্ক
  • ২৪ মে ২০২৩, ১২:৩৫

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ (২৪) হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে।

সিআইডি প্রতিবেদন দাখিল করতে না পারায় বুধবার (২৪ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মল্লিক প্রতিবেদনের জন্য আগামী ২১ জুন নতুন দিন ধার্য করেন।

এর আগে, গত ১৬ এপ্রিল ডিবি পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদনে বাদীর নারাজি গ্রহণ করে সিআইডিকে অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।

উল্লেখ্য, গত বছরের ৭ নভেম্বর সন্ধ্যায় নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ফারদিনের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। এ ঘটনায় রামপুরা থানায় মামলা করেন ফারদিনের বাবা নূর উদ্দিন রানা।

এরপর গত ১০ নভেম্বর রাজধানীতে থেকে ফারদিনের বান্ধবী বুশরাকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বর্তমানে তিনি স্থায়ী জামিনে রয়েছেন।

মানবকণ্ঠ/এআই


poisha bazar