

আদালতের আদেশ না মানায় তার ব্যাখ্যা দিতে মতিঝিল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি আবু হেনা মোরশেদ জামান ও স্কুলের অধ্যক্ষ ফাওজিয়া রাশেদীকে তলব করেছেন হাইকোর্ট।
আদালতের আদেশ না মানায় তার ব্যাখ্যা দিতে আগামী ১ জুন তাদের আদালতে হাজির হতে বলা হয়েছে।
মঙ্গলবার (২৩ মে) বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
রিটকারী আইনজীবী ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ বিষয়টি নিশ্চিত করেছেন।