দৈনিক মানবকণ্ঠের সাথে একান্ত আলাপকালে ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান

‘দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যহত রাখতে বঙ্গবন্ধুকন্যার বিকল্প নাই’


  • নিজস্ব প্রতিবেদক
  • ০৫ মে ২০২৩, ১৬:২৯,  আপডেট: ০৫ মে ২০২৩, ১৬:৫০

আর মাত্র আট মাসের মাথায় দেশে অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আসন্ন এ নির্বাচনের নৌকার নিরষ্কুশ বিজয় অর্জনের ভোটের মাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চায় বাংলাদেশ ছাত্রলীগ। এজন্য সংগঠনের পক্ষ থেকে কেন্দ্র ভিত্তিক কমিটি গঠন, সরকারের উন্নয়ন প্রচার-প্রচারণা, ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নৌকায় ভোটপ্রার্থনাসহ বেশকিছু কর্মপরিকল্পনা হাতে নেয়া হবে। এছাড়াও নির্বাচন বিবেচনায় নিষ্ক্রিয় ও মেয়াদোত্তীর্ণ ইউনিট গুলোর সম্মেলন শেষ করার উদ্যোগ নেয়া হবে। দৈনিক মানবকণ্ঠের সাথে একান্ত আলাপকালে এমনটাই জানিয়েছে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। তার সাথে কথা বলেছেন, মানবকণ্ঠের নিজস্ব প্রতিবেদক রফিকুল ইসলাম। 

মানবকণ্ঠ: সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এবার জাতীয় নির্বাচনে ছাত্রলীগের পরিকল্পনা কি হবে?

শেখ ওয়ালী আসিফ ইনান: দেখুন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাড়িয়েছে। তার কঠোর পরিশ্রম, দূরদর্শী নেতৃত্ব, সময় উপযোগী সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে করোনা মোকাবিলায় সফল বাংলাদেশ। তিনি দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতায় থাকায় রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, স্কুল-কলেজ, স্বাস্থ্যসেবা সহ সকল ক্ষেত্রেই আজ উন্নয়ন দৃশ্যমান। দেশের এই উন্নয়ন অগ্রযাত্রা অব্যহত রাখতে সরকারপ্রধান হিসেবে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বিকল্প নাই। আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে তিনি যেনো নিরষ্কুশ বিজয় অর্জনের মাধ্যমে ফের রাষ্ট্রপরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। সেজন্যই ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করবে। বিশেষ করে ছাত্রলীগের পক্ষ থেকে নির্বাচনে কেন্দ্র ভিত্তিক কমিটি গঠন করা হবে, সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে ব্যাপক ভাবে প্রচার-প্রচরণা করা হবে, ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নৌকার পক্ষে ভোট চাওয়া হবে।

মানবকণ্ঠ: সংসদ নির্বাচন এলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার করা হয়? এবার অপপ্রচার রোধে ছাত্রলীগ কোনো পদক্ষেপ নিবে কি না ?    

শেখ ওয়ালী আসিফ ইনান: দেখুন অপপ্রচার কিন্তু নতুন কিছু নয়। দেশ স্বাধীনের আগেও অপপ্রচার হয়েছে, স্বাধীনতার পরেও অপপ্রচার হয়েছে, এখনও অপপ্রচার হচ্ছে। স্বাধীনতা বিরোধীরা কিন্তু এখনও সক্রিয়। দেশ স্বাধীনের আগে তারা বলেছে বাংলাদেশ স্বাধীন হলে হিন্দুদের অধিনে চলে যাবে। হিন্দুত্ববাদী রাষ্ট্র কায়েম হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নবৃদ্ধ করতে এই অপপ্রচার কারীরা কিন্তু থেমে নেই। তারা নানা ভাবে মিথ্যা ও ভিত্তিহীন তথ্যদিয়ে অপপ্রচার চালাচ্ছে। তবে এবার অপপ্রচারের বিরুদ্ধে ছাত্রলীগের কঠোর অবস্থান থাকবে। এজন্য গঠিত ছাত্রলীগের বিশেষ টিম কাজ করছে। কোনো ধরনের মিথ্যাচার ও অপপ্রচার করা হলে তার বিষদাঁত ভেঙে ফেলা হবে। 

মানবকণ্ঠ: সংসদ নির্বাচনের আগে সংগঠনের তৃণমূল পর্যায়ের নিষ্ক্রিয় ও মেয়াদোত্তীর্ণ ইউনিট গুলো নতুন ভাবে ঢেলে সাজানোর পরিকল্পনা আছে কি না? 

শেখ ওয়ালী আসিফ ইনান: তৃণমূল পর্যায়ে আমাদের বেশকিছু ইউনিট আছে মেয়াদোত্তীর্ণ। অনেক স্থানে কমিটির দায়িত্বপ্রাপ্তরা নিষ্ক্রিয়। সংগঠনকে সাংগঠনিক ভাবে গতিশীল করতে এগুলো সম্মেলনের পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। আপনারা (সাংবাদিক) কিন্তু দেখেছেন আমরা ইতিমধ্যে বেশকিছু স্থানে গিয়েছি। সাংগঠনিক কার্যক্রম গতিশীলতা বৃদ্ধি করার জন্য। কারণ সংসদ নির্বাচনের আগেই সংগঠনগুলোকে গুছিয়ে নিতে চাই। যেনো সংসদ নির্বাচনে জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়, উপজেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা নৌকার বিজয় নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বলতে পারেন- সংসদ নির্বাচনের অগ্রীম পরিকল্পনা কিন্তু ছাত্রলীগ গ্রহণ করেছে। আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরুণ প্রজন্মের জন্য স্মার্ট বাংলাদেশ গঠনের ঘোষণা দিয়েছে। নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করার মধ্যদিয়ে এই স্মার্ট বাংলাদেশ গঠনে ছাত্রলীগের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

মানবকণ্ঠ: কৃষকের ধান কাটাসহ ছাত্রলীগের মানবিক কর্মকাণ্ড কিভাবে মূল্যায়ন করবেন? 

শেখ ওয়ালী আসিফ ইনান: ছাত্রলীগের প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই লড়াই-সংগ্রাম, আন্দোলন, চড়াই-উত্রাই, শত সহস্র প্রতিকূলতার অবসান ঘটিয়েই আজকে একটি গৌরব, সংগ্রাম, ঐতিহ্য ও সাফল্যের সংগঠনে পরিণত হয়েছে। ছাত্রলীগের ইতিহাস মানেই কিন্তু বাংলাদেশের ইতিহাস। এই সংগঠনের সাথে যারাই রাজনীতি করেন, যারাই সমর্থক করেন। তারা সবাই কিন্তু মানুষের কল্যাণে জীবনের ঝুকি নিয়ে কাজ করেন। যেমন করোনা কালীন কিন্তু বাবাকে ছেলে রেখে পালিয়েছে, সন্তান মাকে রেখে গেছেন। কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা জীবনে ঝুকি নিয়ে তাদের পাশে দাড়িয়েছে। এখন কিন্তু সবাই কৃষকের পাশে দাড়িয়েছেন। ধান কেটে দিচ্ছে, ধান বাড়ি পৌঁছে দিচ্ছে, মাড়াই করে দিচ্ছে। ছাত্রলীগের নারী নেত্রীরাও কিন্তু কৃষকের পাশে দাড়িয়েছে। মানুষকে সেবা দেয়ার চেষ্টা করছে। তারা মানবিক কার্যক্রমের মধ্যদিয়ে ছাত্রলীগের সুনাম বৃদ্ধি করছে।  

মানবকণ্ঠ: সংগঠনের নারী নেত্রীদের কথা বলছেন, কমিটি গঠনে কি তাদের মূল্যায়ন করা হবে? 

শেখ ওয়ালী আসিফ ইনান: দেখুন, ছাত্রলীগের নারী নেত্রীরা কিন্তু মিছিলের শোভা নয়। তারা সংগঠনের সাংগঠনিক শক্তি। সংগঠনকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাদের কিন্তু বিভিন্নভাবে মূল্যায়ন করা হয়। যোগ্যতা ও সাংগঠনিক দক্ষতা অনুযায়ী এবারও কিন্তু তাদের মূল্যায়ন করা হবে। 

মানবকণ্ঠ: ছাত্রলীগের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি কবে হবে?

শেখ ওয়ালী আসিফ ইনান: আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় কমিটি গঠনের কাজ শেষের দিকে। সভাপতি ( ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন) অসুস্থ। চিকিত্সার জন্য তিনি দেশের বাহিরে আছেন। আশা করছি দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরবেন। সভাপতি দেশে ফিরলে পূর্ণাঙ্গ কমিটি গঠনের কাজ শেষ করা হবে।

মানবকণ্ঠ/এসআরএস


poisha bazar