কক্ষপথে দক্ষিণ কোরিয়ার প্রথম স্যাটেলাইট স্থাপন

- অনলাইন ডেস্ক
- ২৬ মে ২০২৩, ১২:৪৯
প্রথমবারের মতো মহাকাশের কক্ষপথে একটি বাণিজ্যিক গ্রেডের স্যাটেলাইট স্থাপন করেছে দক্ষিণ কোরিয়া। নিজেদের উদ্ভাবিত রকেটে কক্ষপথে স্যাটেলাইট স্থাপন করেছে দেশটি।
জানা গেছে, দক্ষিণ কোরিয়া দেশীয় তৈরি রকেট বৃহস্পতিবার প্রথমবারের মতো মহাকাশের কক্ষপথে একটি বাণিজ্যিক গ্রেডের স্যাটেলাইট স্থাপন করেছে।
দেশটির বিজ্ঞান বিষয়ক মন্ত্রী বলেছেন, এশীয় প্রতিবেশীদের সাথে মহাকাশ প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করার উচ্চাকাঙ্ক্ষায় এটি একটি বড় অগ্রগতি।
প্রতিবেদনে আরো জানা গেছে, নুরি রকেটটি দক্ষিণ কোরিয়ার দক্ষিণ উপকূলে নারো স্পেস সেন্টার থেকে উত্তোলন করা হয়।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী লি জং-হো বলেছেন, স্যাটেলাইট নূরির তৃতীয় উত্থাপন সফলভাবে সম্পন্ন হয়েছে। রকেটটি ৪৭ মিটার (১৫৫ ফুট) লম্বা এবং ২০০ টন ওজনের ছিল খরচ হয়েছে প্রায় দুই ট্রিলিয়ন ওয়ান (১.৫ বিলিয়ন ডলার)।
মানবকণ্ঠ/এফআই


