দুর্গম পাহাড়ি রাস্তায় ১৮০ ডিগ্রি গাড়ি ঘোরালেন চালক!

- অনলাইন ডেস্ক
- ২৪ জানুয়ারি ২০২২, ১২:২২
সব মিলিয়ে পাঁচ ফুটের একটি পাহাড়ি সড়ক। রেলিং নেই বললেই চলে। একটু এদিক-সেদিক হলেই কয়েক’শো ফুট খাদে পড়ে যাবে গাড়ি। এমন সড়কে দক্ষতার সঙ্গে গাড়ি ঘুরিয়ে প্রশংসায় ভাসছেন এক চালক।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। তবে ভিডিওটি কোথাকার তা জানা যায়নি।
দক্ষ চালক না হলে পাহাড়ি সড়কে গাড়ি চালানো যে কতটা কঠিন তা অনেকেই হাড়ে হাড়ে টের পান। সাহস তো বটেই, তার সঙ্গে দক্ষতা থাকলে অনেক কঠিন কাজই সহজ মনে হয়।
The perfect 80 point turn! pic.twitter.com/bLzb1J1puU
— Dr. Ajayita (@DoctorAjayita) January 23, 2022
ভিডিওটিতে যে গাড়ি চালককে দেখা যাচ্ছে তার কাছেও বিষয়টি সহজ মনে হচ্ছিল। যদিও একটু ভুল হলেই জীবন শেষ। এমন পরিস্থিতিতে যে চালক এভাবে গাড়ি ঘোরালেন তা সত্যিই অবিশ্বাস্য।



