অদৃশ্যের আঘাত ১০ কোটি ছুঁই ছুঁই


- অনলাইন ডেস্ক
- ২৩ জানুয়ারি ২০২১, ১০:১৩
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস পরিস্থিতি ক্রমেই ভয়ঙ্কর রূপ ধারণ করছে। চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিনই অসংখ্য মানুষের প্রাণহানি ঘটছে। এ পর্যন্ত অদৃশ্য এই ভারাইরাসটিতে আক্রান্ত হয়েছে বিশ্বের প্রায় ১০ কোটি মানুষ। মৃত্যু হয়েছে ২১ লাখেরও বেশি মানুষ।
বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসের তথ্য হালনাগাদকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস বলছে, শনিবার (২৩ জানুয়ারি) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৯ কোটি ৮৭ লাখ ৪৩ হাজার ৪৮৪ জন। একই সময় নাগাদ বিশ্বে করোনায় মোট মারা গেছেন ২১ লাখ ১৬ হাজার ৩৩৬ জন।
অন্যদিকে এখন পর্যন্ত বিশ্বে করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ৭ কোটি ৯ লাখ ১৭ হাজার ৪৮৫ জন।
প্রাণঘাতী ভাইরাসটির থাবায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৫৩ লাখ ৯ হাজার ৪২ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৪ লাখ ২৪ হাজার ১৭৭ জন।
তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৬ লাখ ৪০ হাজার ৫৪৪ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৫৩ হাজার ২২১ জন।
তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮৭ লাখ ৫৫ হাজার ১৩৩ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ১৫ হাজার ২৯৯ জন।
তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। যুক্তরাজ্য পঞ্চম। ফ্রান্স ষষ্ঠ। স্পেন সপ্তম। ইতালি অষ্টম। তুরস্ক নবম। জার্মানি দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ৩০তম।
গতকাল শুক্রবার পর্যন্ত বাংলাদেশে মোট ৫ লাখ ৩০ হাজার ৮৯০ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। একই সময় পর্যন্ত করোনায় মারা গেছেন ৭ হাজার ৯৮১ জন।
মানবকণ্ঠ/এনএস
আরো সংবাদ

