বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৮


- অনলাইন ডেস্ক
- ২১ জানুয়ারি ২০২১, ১৯:১০
ইরাকের রাজধানী বাগদাদে দুটি আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৭৩ জন। হতাহত আরও বাড়তে পারে।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বাগদাদের কেন্দ্রস্থলে এ ঘটনা ঘটেছে বলে আল-জাজিরার খবরে বলা হয়েছে।
ব্রিগেডিয়ার জেনারেল হাজেম আল-আজওয়ায়ি জানিয়েছেন, তায়ারান স্কয়ারের কাছে বাব আল-শারজি এলাকায় পুরাতন কাপড়ের বাজারে এই হামলার ঘটনা ঘটেছে।
ইরাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, প্রথম আত্মঘাতী হামলাকারী দ্রুত বাজারে প্রবেশ করে এবং জানায় সে অসুস্থ। এতে লোকজন তার আশেপাশে জড়ো হয়। এসময় সে বোমার বিস্ফোরণ ঘটায়। লোকজন যখন হতাহতদের কাছে ছুটে যায় তখন দ্বিতীয় হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটায়।
তাৎক্ষণিকভাবে কেউ এই হামলার দায় স্বীকার করেনি। তবে সাধারণত সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট এ ধরনের হামলাগুলো চালিয়ে থাকে।
দুটি আত্মঘাতী বোমা হামলায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
মানবকণ্ঠ/এসকে
আরো সংবাদ

