ভারতে করোনায় আক্রান্ত ৯৪ লাখ ছাড়াল


- অনলাইন ডেস্ক
- ৩০ নভেম্বর ২০২০, ১১:১০
চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) প্রতিবেশী দেশ ভারতে আক্রান্তের সংখ্যা ৯৪ লাখ ৩১ হাজার ছাড়িয়েছে।
সোমবার ভারতের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে ৩৮ হাজার ৭৭২ জন নতুন করোনা রোগীর সন্ধান পাওয়া গিয়েছে। ফলে এদিন ভারতের মোট করোনা রোগীর সংখ্যা ৯৪ লক্ষের গণ্ডি ছাড়িয়ে গেল। এখন ভারতের মোট করোনা রোগীর সংখ্যা ৯৪,৩১,৬৯২ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় কোভিড জনিত কারণে ভারতে মৃত্যু হয়েছে ৪৪৩ জনের। যার ফলে ভারতে করোনায় মৃতের মোট সংখ্যা এখন ১ লাখ ৩২ হাজার ১৩৯ জন।
গোটা নভেম্বর মাসের দৈনিক করোনা মৃত্য়ুর সংখ্যা বিশ্লেষণ করে দেখা যাচ্ছে শুধু দৈনিক সংক্রমণের সংখ্য়াই নয়, দৈনিক মৃত্যুর সংখ্যাও ভারতে ধীরে ধীরে কমছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী ভারতে দৈনিক কোভিড জনিত কারণে মৃত্য়ুর সংখ্যা গত একমাসে ৫০০-এর নিচে নেমে এসেছে। আর প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় মৃতের সংখ্যা এখন মাত্র ৯৯।
ভারতে চিকিৎসাধীন রোগীর সংখ্যা এখন ৪ লাখ ৪৬ হাজার ৯৫২। গত ২৪ ঘণ্টায় কোভিড মুক্ত হয়েছেন ৪৫ হাজার ৩৩৩ জন। যার ফলে ভারতে করোনা জয়ী রোগীর সংখ্যা এখন ৮৮ লাখ ৪৭ হাজার ৬০০ জন।
অন্যদিকে ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকাল রিসার্চ বা আইসিএমআর জানিয়েছে, রবিবার গোটা ভারতে করোনার জন্য মোট ৮,৭৬,১৭৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৯ নভেম্বর অবধি ভারতে মোট কোভিড পরীক্ষা হয়েছে ১৪,০৩,৭৯,৯৭৬টি।
মানবকণ্ঠ/এসকে
আরো সংবাদ
