যুক্তরাষ্ট্রের নতুন সরকারকে ট্রাম্পের সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসতে হবে : ইরান


- অনলাইন ডেস্ক
- ২৫ নভেম্বর ২০২০, ১৬:৩৬
ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, আমেরিকার নতুন সরকারকে অবশ্যই ডোনাল্ড ট্রাম্পের মানবতাবিরোধী ও সন্ত্রাসী কার্যকলাপের নিন্দা জানিয়ে অতীত ক্ষতি পুষিয়ে দিতে হবে।
তিনি আজ বুধবার (২৫ নভেম্বর) মন্ত্রীপরিষদের বৈঠকে এ কথা বলেন।
রুহানি বলেন, ইরানি জাতি মার্কিন অর্থনৈতিক যুদ্ধের মোকাবেলায় প্রতিরোধ গড়ে তুলেছে। অর্থনৈতিক যুদ্ধে ইরানের বিজয় ও আমেরিকার পরাজয়ের একটি প্রমাণ হলো ট্রাম্পিজমের পতন।
ইরানের প্রেসিডেন্ট বলেন, ডোনাল্ড ট্রাম্প ইরান ও ফিলিস্তিনের মতো স্বাধীনচেতা দেশগুলোর বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে জঘন্য অপরাধ করেছে। আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোতে, আইন ও অধিকার সংস্থাগুলোতে, নীতি-নৈতিকতায় ও বিশ্ব জনমতের কাছে ট্রাম্পের পরাজয় ঘটেছে। আর এসবই মার্কিন নির্বাচনে তার পরাজয় ডেকে এনেছে।
তিনি বলেন, আমেরিকার ট্রাম্প সরকার যেসব অপরাধ করে সেদেশের ভাবমর্যাদা নষ্ট করেছে এখন তাদেরকে সেসব কাজ থেকে সরে আসতে হবে এবং ভালো কাজ করতে হবে। তাহলে তারা অতীতের ভুলগুলো সংশোধন করতে সক্ষম হবে।
ইরান প্রতিশ্রুতির মোকাবেলায় প্রতিশ্রুতি এবং পদক্ষেপের মোকাবেলায় পদক্ষেপ গ্রহণের নীতিতে বিশ্বাস করে বলে জানান ড. হাসান রুহানি।
সূত্র : পার্সটুডে
মানবকণ্ঠ/এইচকে
