Image description

আজ শেষ হবে দশম বিপিএলের ঢাকা পর্বের দ্বিতীয় ধাপের খেলা। এরপর বিপিএল চলে যাবে চট্টগ্রামে। আজ শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুটি ম্যাচের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নেমেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। চলমান আসরে শেষ চারে নিজেদের অবস্থান পাকাপোক্ত করতে ম্যাচটি দুদলের জন্যই গুরুত্বপূর্ণ। স্বাভাবিকভাবেই ম্যাচটিতে যে কেউ ছেড়ে কথা বলবে না, সেটি অনুমেয়ই।

শনিবার (১০ ফেব্রুয়ারি) টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রংপুর রাইডার্সের দলপতি নুরুল হাসান সোহান। 

এই ম্যাচে রংপুরের একাদশে অনেক গুলো পরিবর্তন এসেছে। কারণ, পিএসএল খেলতে বাবর আজম এবং শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলতে বিপিএল ছেড়েছেন দুই আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবি ও আজমতুল্লাহ ওমারজাই। তাদের জায়গায় দলে রংপুরের একাদশে নতুন সংযোজন রেজা হেনরিক্স, টম মুরেস, জেমি নিশাম ও ইমরান তাহের।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ 

জশ ব্রাউন, সৈকত আলী, শাহাদাত হোসেন, কার্টিস ক্যাম্ফার, শুভাগত হোম (অধিনায়ক), টম ব্রুস, শহিদুল ইসলাম, বিলাল খান, নাহিদুজ্জামান, সালাউদ্দিন শাকিল, ও আল-আমিন হোসেন

রংপুর রাইডার্স একাদশ 

সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটকিপার), রনি তালুকদার, শেখ মেহেদী, শামীম হোসেন, হাসান মাহমুদ, আশিকুর জামান, টম মুরেস, জেমি নিশাম, রেজা হেনরিক্স ও ইমরান তাহির।


মানবকণ্ঠ/এফআই