

আমাদের মধ্যে অনেকেরই প্রায়ই সর্দি-কাশি হওয়ার সম্ভাবনা দেখা যায়। সারা বছরই বুকে একটা ব্যথা থাকে। ঠাণ্ডা লেগে যায় প্রায়ই। এসব উপসর্গ থাকলে কিন্তু আপনার একটু সাবধানে থাকা প্রয়োজন। আপনি ভাবতেই পারেন এগুলো সামান্য সর্দি-কাশির লক্ষণ, কিন্তু আসলে এসব উপসর্গই ফুসফুসে সংক্রমণের সঙ্কেত দেয়। এমনকি ফুসফুসে ক্যান্সারের সঙ্কেতও হতে পারে।
ফুসফুসে ক্যান্সার খুব দ্রুত ছড়িয়ে পড়ে। ফুসফুসের ক্যান্সারে চিকিৎসার মাধ্যমে সাফল্যের হারও খুব বেশি নয়। তাই সতর্ক থাকতে হবে আপনাকে। ধূমপানের অভ্যাস নেই, তবুও বুকে ব্যথা হলে সতর্ক হওয়া প্রয়োজন। সব বয়সের নারী-পুরুষের প্রতিই এমন বার্তা দেয় আমেরিকান ক্যান্সার সোসাইটি।
প্রায়ই সর্দি-কাশি হচ্ছে: আপনার যদি প্রায়ই ঠাণ্ডা লেগে যাচ্ছে বা প্রায়ই সর্দি-কাশি হচ্ছে তাহলে মনে রাখতে হবে এমনটা হওয়া কিন্তু স্বাভাবিক নয়। যদি প্রায়ই ঠাণ্ডা লেগে থাকে তবে ফুসফুসে অবশ্যই কোনো সমস্যা আছে। কাশি হলে যদি কমতে না চায়, তবে এমন প্রবণতা দেখলেও সাবধান। চিকিৎসকের পরামর্শ নিন।
কাঁধে-পিঠে ব্যথা: প্রতিদিন ঘুম থেকে উঠে যদি দেখেন কাঁধে আর পিঠে খুবই ব্যথা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু সময় থাকতে থাকতেই সাবধান হন। আসলে শরীরের কোনো অংশে যদি সমস্যা তৈরি হয় তবে শরীরের অন্যান্য অঙ্গও তা জানান দিতে থাকে। চিকিৎসা পরিভাষায় এই ধরনের ব্যথাকে রেফার্ড পেন বলে।
শ্বাস নিতে সমস্যা: শ্বাস নিতে গেলে যদি আপনার খুব কষ্ট হয়, মানে শ্বাস নিতে আপনার যদি সমস্যা হয়ে থাকে তাহলে তাও অবহেলা করার মতো নয়। ফুসফুস জানান দিচ্ছে- অঙ্গের ভেতরে কোনো সমস্যা আছে। ফুসফুসের আশপাশে প্রদাহ তৈরি হলে কিন্তু এমন অনেক সময়েই হতে পারে।
মানবকণ্ঠ/এআই