নারী ফুটবল বিশ্বকাপের আগমুহূর্তে ফিফা'র সুখবর


  • অনলাইন ডেস্ক
  • ০৯ জুন ২০২৩, ১২:৩১

আগামী ২০ জুলাই নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে বসবে নারী ফুটবল বিশ্বকাপের আসর। এ টুর্নামেন্টের আগমুহূর্তে মেয়েদের পারিশ্রমিক নিয়ে বড় সুখবর দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

আসন্ন নারী বিশ্বকাপের প্রাইজমানি বাড়ানো ঘোষণা দিয়েছে ফিফা। গত বিশ্বকাপের তুলনায় প্রাইজমানি তিনশ শতাংশ বাড়িয়েছে আন্তর্জাতিক ফুটবল সংস্থাটি। এছাড়াও বাড়ানো হয়েছে বিশ্বকাপে নারী ফুটবলারদের পারিশ্রমিকও।

গত মার্চে নারীদের ফুটবল বিশ্বকাপের প্রাইজমানি বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এবার সেই প্রতিশ্রুতিই বাস্তবায়িত করলেন তিনি। এই বছর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হবে ফিফা ওমেন্স ওয়ার্ল্ডকাপ। সেখানেই কার্যকর করা হবে নতুন নিয়ম।

এছাড়া প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেয়া সব ফুটবলারকে দেওয়া হবে সরাসরি পারিশ্রমিক। যেখানে প্রতিটি ফুটবলার সর্বনিম্ন ৩০ হাজার ডলার করে পাবেন। আর বিশ্বকাপ জয়ী দলের ২৩ সদস্য পাবেন ২ লাখ ৭০ হাজার ডলার করে।

এই বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৪২ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। অংশগ্রহণ করা প্রত্যেক দলকে দেওয়া হবে ১৫ লাখ ৬০ হাজার ডলার করে। সেই সঙ্গে বাড়ানো হয়েছে ফিফার সদস্য দেশগুলোর তহবিলও। আর বাড়তি অঙ্কের তহবিল নারীদের ফুটবলে বিনিয়োগ করার কথাও জানিয়েছে ফিফা।

মানবকণ্ঠ/এফআই


poisha bazar