Image description

প্রাণের ক্লাব বার্সেলোনায় ফেরা হচ্ছে না লিওনেল মেসির। যাচ্ছেন না সৌদি আরবের ক্লাব আল হিলালেও। অনেকটা চমক জাগিয়েই মেসি নাম লিখাচ্ছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মিয়ামিতে।

কেন মেসির ইন্টার মিয়ামিতে যোগ দেওয়া? আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক অবশ্য পরিষ্কার করেই বলেছেন, তিনি বার্সায় ফিরতে চেয়েছিলেন। কিন্তু তাকে দলে নিতে হলে খেলোয়াড় বিক্রি করতে হতো কিংবা বেতন কমাতে হতো বার্সার। এটা চাননি মেসি।

কিন্তু বার্সায় না গেলে তো সুযোগ ছিল আল হিলালে যাওয়ার। সেখানে তার জন্য বছরে ৬০০ মিলিয়ন ইউরোর লোভনীয় প্রস্তাবও ছিল। সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্রের ক্লাবে কেন?

বেশ কয়েকটি কারণে ইন্টার মিয়ামিকে বেছে নিয়েছেন মেসি।

ইন্টার মিয়ামিতে মেসি যে যে সুবিধা পাবেন, তার মধ্যে রয়েছে-

১. ইউরোপের সবচেয়ে বড় স্পোর্টসওয়ার ব্র্যান্ড 'অ্যাডিডাস' যত শতাংশ প্রফিট করবে, তার একটা অংশ মেসি পাবেন।
২. এমএলএস দেখতে যত মানুষ অ্যাপল টিভি সাবস্ক্রাইব করবেন এবং তা থেকে যতটা লাভ হবে, তার একটা অংশ মেসি পাবেন।
৩. অবসরের পর তিনি ইন্টার মিয়ামির একটা শেয়ারের মালিক হতে পারবেন এবং এমএলএসের একটা ক্লাব কিনতে পারবেন।

ফোর্বসের তথ্য অনুযায়ী, অ্যাডিডাসের বতর্মান ব্র্যান্ড ভেল্যু ১৩ বিলিয়ন ইউএস ডলার। ২০২২ সালে অ্যাপল টিভির আয় ১.৭৮ বিলিয়ন ইউএস ডলার।

এছাড়া ডেভিড বেকহ্যাম এবং মাস ভাইদের মালিকানাধীন ইন্টার মিয়ামির বর্তমান বাজার মূল্য ৬০০ থেকে ৬৫০ মিলিয়ন ইউএস ডলার। ইংল্যান্ডের সাবেক ফুটবলার বেকহ্যামের ব্র্যান্ড ভেল্যু দাঁড়িয়েছে ৮০০ মিলিয়ন ইউএস ডলার।

মানবকণ্ঠ/এফআই