Image description

ঘরের মাঠে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে রীতিমতো উড়ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে ফেলেছিলো স্বাগতিকরা। প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ২-১ গোলে, দ্বিতীয় ম্যাচে গুয়েতেমালাকে ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলোয় উঠে যায় মেসির উত্তরসূরীরা। শুক্রবার রাতে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শেষ ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিলো নিউজিল্যান্ডের।

প্রশান্ত মহাসাগরীয় দেশটির জালে রীতিমত গোল উৎসব করেছে স্বাগতিক দেশটি। নিউজিল্যান্ডকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে আর্জেন্টিনা। টানা তিন ম্যাচে দুর্দান্ত জয়ে 'এ' গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই দ্বিতীয় রাউন্ডে উঠেছে আর্জেন্টাইনরা।

ম্যাচের মাত্র ১৪ মিনিটে সফরকারীদের জালে আঘাত করে আকাশি-নীল জার্সিধারীরা। ব্রায়ান আগুইরের ক্রস থেকে পাওয়া বলে মায়েস্ত্রো পুচ প্রথম ডেডলক ভাঙেন। এরপর লিড ব্যবধান দ্বিগুণ করতেও সময় নেয়নি বিশ্বচ্যাম্পিয়নরা। মাত্র মিনিট তিনেক পরই লুকা রোমেরোর অসাধারণ পাস ধরে দলের দ্বিতীয় গোল করেন জিনো ইনফান্তিনো।

এরপর প্রথমার্ধে শেষ গোলটি করেন রোমেরো। ২৫ গজ দূর থেকে তার বুলটগতির শটে লক্ষ্যভেদ করেন। তারকা এই ফরোয়ার্ডের সম্পর্কে তুমুল আলোচনার যে তিনি যোগ্য, যেন সেই প্রমাণই দিলেন এই গোলে। ফলে ৩-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা।

মূলত আর্জেন্টিনার মুহুমুর্হু আক্রমণের সামনে দিশেহারা হয়ে পড়েছিল নিউজিল্যান্ড। ফলে তারা ব্যবধান কমানো তো দূরে থাক, রক্ষণ সামলাতেই হিমশিম খেতে হয়েছেন।

দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও তাদের দুর্গে চ্যাম্পিয়নদের আঘাত। বিশ্বকাপের আয়োজকরা চতুর্থ গোল পেতে তাদের মাত্র ৪ মিনিট অপেক্ষা করতে হয়েছে। ডি-বক্সে নিউজিল্যান্ড ফুটবলারের হাতে লাগলে ভিএআরের মাধ্যমে পেনাল্টি পায় আর্জেন্টিনা। সেখান থেকে আগুইরে পেন সফল স্পট কিক নেন। স্কোরলাইন দাঁড়ায় ৪-০ তে।

স্বাভাবিকভাবে তখনই জয় নিশ্চিত হয়ে গেছে লিওনেল মেসির উত্তরসূরীদের। তবে স্কোরলাইন আরও বড় হবে মনে হয়েছিল। ম্যাচ শেষ হওয়ার তিন মিনিট আগে কিউইদের কফিনে শেষ পেরেক ঠুকেন আলেজো ভেলিজ। বদলি নামা ম্যাক্সিমো পেরোনোর ক্রস ধরে দ্রুতগতির হেডে ভেলিজ জাল খুঁজে নেন। এরপর বড় জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিক আর্জেন্টিনা।

দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার প্রতিপক্ষ এখনও নির্ধারণ হয়নি। হয়তো আজ রাতেই নির্ধারণ হয়ে যেতে পারে। 'সি', 'ডি', 'ই'- গ্রুপের মধ্যে তৃতীয় হওয়া সেরা দলের বিপক্ষে খেলতে হবে আর্জেন্টাইনদের। এমনকি এই পর্বে ব্রাজিলকেও পেয়ে যেতে পারে স্বাগতিকরা। ৩১ মে নকআউট পর্বে মাঠে নামবে স্বাগতিকরা।

মানবকণ্ঠ/এফআই