

লা লিগায় বর্ণবাদের ঘটনা নতুন কিছু নয়। চলতি মৌসুমেই পাঁচবার বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন রিয়াল মাদ্রিদ উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়র। যার সবশেষ ঘটনাটি ভ্যালেন্সিয়ার বিপক্ষে ঘটেছিল। মূলত এরপর থেকেই ভিনির পক্ষে সমর্থন জানিয়ে উত্তাল হয়ে ওঠে গোটা ফুটবল বিশ্ব।
এরই মধ্যে ভিনির সঙ্গে ন্যাক্কারজনক ঘটনার দায়ে লা লিগার ক্লাব ভ্যালেন্সিয়াকে শাস্তির আওতায় এনেছে স্প্যানিশ ফুটবল কর্তৃপক্ষ। পাশাপাশি ভিনির লাল কার্ডের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে তারা।
স্প্যানিশ ফুটবল কর্তৃপক্ষ জানিয়েছে, রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে ব্রাজিলিয়ান তরুণের পাশে দাঁড়িয়ে পরিষ্কার বার্তা দেয়া হয়েছে- তারা বর্ণবাদের বিরুদ্ধে লড়বেন। ভিনির পক্ষে থাকবেন। রায়ো ভায়োকানোর ম্যাচের আগে দলের খেলোয়াড়রা ভিনির নাম্বার ২০ জার্সি পরে মাঠে নেমেছিলেন।
লা লিগা প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস জানিয়েছেন, 'অনিচ্ছাকৃত ভিনিকে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা প্রার্থনা করছি।'
বিষয়টি নিয়ে এক বার্তায় ক্ষমা প্রার্থনা করে তেবাস বলেছেন, 'আমি ভিনিসিয়ুসকে আক্রমণ করতে চাইনি। কিন্তু অধিকাংশ মানুষ যদি সেটাই বুঝে থাকে, তাহলে আমি দুঃখিত। আমার ইচ্ছে ওমনটা ছিল না। অসময়ে আমি নিজেকে বাজেভাবে উপস্থাপন করে ফেলেছি। আমার মতে, ভিনিসিয়ুস রিয়াল মাদ্রিদ ও স্প্যানিশ ফুটবলের সম্পদ।'
তিনি বলেন, 'আমি চাই, সে আমাদের সঙ্গে থাকুক। যা কিছু ঘটেছে তার জন্য আমি দুঃখিত। যা কিছু ঘটেছে তার নিন্দা জানাই। শুধু নিন্দা নয় আমরা ভিনির খেলার প্রতি বিশেষ যত্নবান হতে চাই। সেজন্য মাঠে নিরাপত্তা বাড়ানো, ভক্তদের শনাক্ত করা হবে। লা লিগা ভিনিসিয়াসের খেয়াল রাখবে।'
মানবকণ্ঠ/এফআই