ভিনিসিয়ুস ছাড়াই ভায়োকানোর বিপক্ষে রিয়ালের জয়


  • অনলাইন ডেস্ক
  • ২৫ মে ২০২৩, ১৬:৫৬

ভ্যালেন্সিয়ার বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ থেকে বহিস্কার হয়েছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। তার সঙ্গে যে বর্ণবাদী আচরণ করা হলো, সে প্রতিক্রিয়াতেই ম্যাচের শেষ মুহূর্তে একজনকে আঘাত করে বসেন ব্রাজিলিয়ান এই উইঙ্গার। যে কারণে তাকে লাল কার্ড দেখানো হয়। লাল কার্ডের কারণে অন্তত এক ম্যাচ নিষিদ্ধ থাকার কথা তার।

তবে একদিন আগেই স্প্যানিশ ফুটবল ফেডারেশন জানিয়ে দিয়েছে, ভিনিসিয়ুসের প্রতি কোনো নিষেধাজ্ঞা দেয়া হবে না। তিনি খেলতে পারবেন। কিন্তু বুধবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে রায়ো ভায়োকানোর বিপক্ষে খেলতে নামেননি ভিনি।

ফিটনেস সমস্যার কারণে তাকে স্কোয়াডে রাখলেও মাঠে নামাননি কোচ আনচেলত্তি। হাঁটুর সমস্যার কারণে আগের দু'দিন অনুশীলন করতে পারেননি ভিনিসিয়ুস। তবে, ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের পাশে বসেই খেলা দেখেন তিনি।

ভিনি মাঠে না নামলেও জয় পেতে কষ্ট হয়নি রিয়ালের। পয়েন্ট টেবিলের মাঝামাঝি থাকা রায়ো ভায়োকানোকে ২-১ গোলে হারিয়েছে লজ ব্লাঙ্কোজরা।

করিম বেনজেমা গোলের সূচনা করেন। ৩১তম মিনিটে গোল করে তিনি রিয়ালকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে, খেলার প্রায় শেষ মুহূর্তে এসে ৮৪তম মিনিটে সমতায় ফিরে আসে রায়ো। রাউল ডি টমাসের গোলে সমতায় ফেরে তারা। তবে, ৮৯তম মিনিটে আরেক ব্রাজিলিয়ান তারকা রদ্রিগোর দুর্দান্ত এক গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল।

ম্যাচ শেষে ভিনিসিয়ুসের শাস্তি তুলে নেয়া নিয়ে কোচ কার্লো আনচেলত্তি বলেন, 'রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সিদ্ধান্তে আমি কিছুটা অবাকই হয়েছি। তবে, আমার মনে হয় এটা ছিল সঠিক সিদ্ধান্ত।'

এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে শুধু বার্সার সঙ্গে ব্যবধানই কমেছে রিয়ালের। যদিও কোনো লাভ হবে না। কারণ, এরই মধ্যে শিরোপা নিশ্চিত করে ফেলেছে বার্সা। ৩৬ ম্যাচ শেষে রিয়ালের পয়েন্ট ৭৪। তারা রয়েছে দ্বিতীয় স্থানে। অন্যদিকে বার্সার পয়েন্ট ৮৫। রিয়ালের চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে। ৭৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

মানবকণ্ঠ/এফআই


poisha bazar