বিশ্বকাপের শেষ ষোলোর সূচি, কে কার সঙ্গে লড়বে

- অনলাইন ডেস্ক
- ০৩ ডিসেম্বর ২০২২, ১০:৩৮, আপডেট: ০৩ ডিসেম্বর ২০২২, ১১:৩৬
কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হল দুর্দান্ত চমকপ্রদ খেলা দিয়ে। সঙ্গে ছিল আচমকা অঘটন আর রোমাঞ্চকর উচ্ছ্বাস।
টানা ১৩ দিনের গ্রুপ পর্বের লড়াইয়ে অনেক দৃশ্যপট দেখল বিশ্ববাসী। প্রায় দুই সপ্তাহের এই সফরের শুরু হয় সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনার হার দিয়ে। ওদিকে ক্যামেরুনের বিপক্ষে ব্রাজিলের হারে ঘটে ইতি। এছাড়া, চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি নকআউট পর্বে যেতে ব্যর্থ হয়, অন্যদিকে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়েও রয়েছে সেই তালিকায়।
সবকিছু ছাপিয়ে এবার ২২তম বিশ্বকাপের শেষ ষোলোর দলগুলো চূড়ান্ত হয়েছে। এখন অনেকেরই আগ্রহ এবং আলোচনার বিষয় হল- কে কখন কার বিপক্ষে খেলবে।
তবে আসুন দেখে নেয়া যাক এক ঝলকে-
ম্যাচ তারিখ সময়
নেদারল্যান্ডস-যুক্তরাষ্ট্র ৩ নভেম্বর রাত ৯টা
আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ৪ নভেম্বর রাত ১ টা
ফ্রান্স-পোল্যান্ড ৪ নভেম্বর রাত ৯টা
ইংল্যান্ড-সেনেগাল ৫ নভেম্বর রাত ১ টা
জাপান-ক্রোয়েশিয়া ৫ নভেম্বর রাত ৯টা
ব্রাজিল-দক্ষিণ কোরিয়া ৬ নভেম্বর রাত ১ টা
মরক্কো-স্পেন ৬ নভেম্বর রাত ৯টা
পর্তুগাল-সুইজারল্যান্ড ৭ নভেম্বর রাত ১ টা
কোয়ার্টার-ফাইনালে উঠার প্রথম লড়াইয়ে আজ ৩ নভেম্বর (শনিবার) বাংলাদেশ সময় রাত ৯টায় 'এ' গ্রুপের চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস মুখোমুখি হবে 'বি' গ্রুপের রানার্সআপ যুক্তরাষ্ট্রের সঙ্গে।
মানবকণ্ঠ/আরসি


