নেইমারবিহীন সুইসদের বিপক্ষে মাঠে ব্রাজিল

- অনলাইন ডেস্ক
- ২৮ নভেম্বর ২০২২, ২২:০২, আপডেট: ২৮ নভেম্বর ২০২২, ২২:২৬
কাতার বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে টুর্নামেন্টের হট ফেবারিট দল ব্রাজিল। দুই দলই প্রথম ম্যাচে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে।
স্টেডিয়াম ৯৭৪-এ আজকের ম্যাচে যারা জিতবে তারা এক ম্যাচ হাতে রেখেই নক আউট পর্ব নিশ্চিত করবে। এ লক্ষ্যে বেশ শক্তিশালী একাদশ ঘোষণা করেছে দুই দল। যদিও সেলেসাওদের একাদশে নেই নেইমার জুনিয়র।
দারুণ পারফরমেন্স উপহার দিয়ে ব্রাজিল প্রথম ম্যাচেই সমর্থকদের প্রত্যাশা পূরণে অনেকটাই সফল হয়েছে। যদিও দলের সুপারস্টার নেইমার ডান গোঁড়ালির ইনজুরিতে পড়ে গ্রুপ পর্ব থেকে ছিটকে গেছেন।
সার্বিয়ার বিরুদ্ধে ২-০ গোলের জয়ে অবশ্য নেইমার গোল পাননি। তিতের তুরুপের তাস টটেনহ্যাম হটস্পার তারকা রিচার্লিসনই সেলেসাওদের এগিয়ে নিয়ে গেছেন, করেছেন দুই গোল।
অন্যদিকে সুইজারল্যান্ড তাদের প্রথম ম্যাচে ক্যামেরুনের বিরদ্ধে নিজেদের ভালই প্রমাণ করেছে। গোলরক্ষক ইয়ান সোমারকে খুব বেশি পরীক্ষায় ফেলতে পারেনি ক্যামেরুন।
নতুন কোচ মুরাত ইয়াকিন সেই একই কৌশলে সুইসদের এগিয়ে নিয়ে গেছেন। এই জয়ে ইয়াকিন সন্তুষ্ট হতেই পারেন, তার উপর দল কোন গোল হজম করেনি। শেষ ১০ ম্যাচে এনিয়ে দ্বিতীয়বার সুইজারল্যান্ড কোন গোল হজম না করে ম্যাচ শেষ করেছে।
ব্রাজিল একাদশ: আলিসন, থিয়াগো সিলভা, মারকুইনোস, অ্যালেক্স সান্দ্রো, এডার মিলিতাও, ক্যাসেমিরো, ফ্রেড, লুকাস পাকুয়েতা, রাফিনহা, ভিনিসিয়ুস জুনিয়র, রিচার্লিসন।
সুইজারল্যান্ড একাদশ: ইয়ান সমার, সিলভান উইডমার, নিকো এলভেদি, ম্যানুয়েল আকাঞ্জি, রিকার্দো রদ্রিগেজ, রেমো ফ্রিউলার, গ্রানিত ঝাকা, মোহামেথ সৌ, ফাবিয়ান রেইডার, ব্রিল এমবোলো, রুবেন ভারগাস।
মানবকণ্ঠ/এসআরএস


