Image description

সরকারি ও এলজিইডির স্টিকার ব্যবহৃত সাদা রঙের একটি মাইক্রোবাসে চেপে সাতক্ষীরার একটি শোরুমের সামনে নামেন অপু বিশ্বাস। গাড়িটির নম্বর হলো ঢাকা মেট্রো-চ ১২-০৪২৪। রোববার (১৭ সেপ্টেম্বর) বিকেলে সাতক্ষীরা শহরের শহীদ রীমু সরণিতে অবস্থিত একটি কসমেটিকস শোরুম উদ্বোধন করেন তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, অপু বিশ্বাস কসমেটিকস প্রতিষ্ঠান হারল্যান স্টোরের ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’। মূলত সে কারণেই শোরুমটি উদ্বোধন করেন তিনি। তবে সেখানে তার বিমানে করে যাওয়ার কথা থাকলেও সরকারি গাড়িতে করে যান এই চিত্রনায়িকা। এতে সামাজিক যোগাযোগমাধ্যমে নানাভাবে বিতর্কের মুখে পড়েছেন অপু।

এ সময় প্রিয় তারকাকে একনজর দেখতে ভিড় জমান ভক্তরা। উৎসুক জনতার সেই ভিড় সামলাতে পুলিশও মোতায়েন করা হয় সেখানে। পরে ফিতা ও কেক কেটে শোরুমের উদ্বোধন করেন অপু।

এলজিইডি সাতক্ষীরার সিনিয়র সহকারী প্রকৌশলী মো. মানিক হোসেন বলেন, গাড়িটি আমাদের না। তবে সেলিব্রিটি হোক আর যেই হোক না কোনো সরকারি গাড়ি সরকারি কাজ ব্যতীত কেউ অন্য কাজে ব্যবহার করতে পারে না। তিনি যদি সরকারি কাজে এসে থাকেন তাহলে সরকারি গাড়ি ব্যবহার করতে পারবেন।

সরকারি স্টিকারযুক্ত গাড়ি ব্যবহার করে অপু বিশ্বাস কীভাবে শোরুম উদ্বোধন করতে এসেছেন? এমন প্রশ্নের জবাবে প্রতিষ্ঠানটির সাতক্ষীরার ব্যবস্থাপক এস এম শরিফুজ্জামান বলেন, অপু বিশ্বাস আমাদের কোম্পানির ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ হিসেবে শোরুম উদ্বোধন করেছেন। কোম্পানির পক্ষ থেকে তাকে নিয়ে আসা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সরকারি গাড়িটির বিষয়ে বলতে পারবেন।

কোম্পানির মিডিয়া সেলের সমন্বয়ক আব্দুল্লাহ আল মামুন জানান, ম্যাডাম (অপু বিশ্বাস) তার নিজ দায়িত্বে এখানে এসেছেন। তিনি কীভাবে, কার গাড়িতে এসেছেন সেটা আমাদের জানা নেই। তবে ম্যাডামের বিমানে করে আসার কথা ছিল, কিন্তু বিমানে না এসে গাড়িতে করে এসেছেন তিনি।

মানবকণ্ঠ/এসএ