

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ‘জা্ওয়ান’ সিনেমার সাফল্য উদযাপন অনুষ্ঠানে মোহনীয় রুপে এসেছিলেন দীপিকা পাড়ুকোন। যেখানে উপস্থিত ছিলেন শাহরুখসহ সিনেমার অন্যান্য শিল্পীরাও। অনুষ্ঠানের ফাঁকে শাহরুখ খানকে চুমু দেন রণবীরের এই ঘরনী।
চুমুর সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন অভিনেত্রী নিজেই। এই নিয়ে নেট দুনিয়ায় চলছে চর্চা। সবার চোখ তখন রণবীর সিংয়ের দিকে। এই চুমু নিয়ে কী প্রতিক্রিয়া দেখাবেন তিনি।
অন্য কোথাও নয়, সেই ছবির মন্তব্যের ঘরেই প্রতিক্রিয়া জানান রণবীর। প্রিয়তমার সঙ্গে সহকর্মীর এমন ছবিতে তাদের সিনেমার গানের লাইন দিয়েই জানালেন প্রতিক্রিয়া।
রণবীর লেখেন, ‘ইশক মেঁ দিল বানা হ্যায়, ইশক মেঁ দিল ফানাহ হ্যায়।’
এটি ‘জাওয়ান’ সিনেমার ‘চল্লেয়া’ গানের প্রথম দুই লাইন। এই মন্তব্য দেখে বোঝায় যায় স্ত্রীকে শাহরুখকে চুমু দিতে দেখে মোটেও মন খারাপ করেননি রণবীর।
মাত্র ১০ দিনেই প্রায় ৮০০ কোটি রুপি আয় করে ফেলেছে ‘জাওয়ান’। শুধু ভারতে সিনেমার আয় ৪৪০ কোটি রুপির বেশি। বলা যায়, ব্লকবাস্টার সিনেমাটি। শুক্রবার ছিল এই সিনেমার সাকসেস পার্টি। মুম্বাইয়ের যশরাজ স্টুডিওতে অনুষ্ঠিত হয় সেই পার্টি।
বছরটা যেন শাহরুখ খানের। চার বছর পর ফিরে এসে প্রথমে ‘পাঠান’ এরপর ‘জাওয়ান’ দিয়ে ঝড় তুললেন বক্স অফিসে। ভেঙে দিচ্ছে একের পর এক রেকর্ড। এখন শুধু অপেক্ষা, দেখা যাক কোথায় গিয়ে থামে ‘জাওয়ান’।
মানবকণ্ঠ/আরএইচটি