Image description

ঢালিউডের নতুন প্রজন্মের অভিনেত্রী মৌ খান। 'যেমন জামাই তেমন বউ' নিয়ে বড় পর্দায় হাজির হচ্ছেন তিনি। এটি তার দ্বিতীয় সিনেমা। ডিপজলের বিপরীতে দেখা যাবে এই অভিনেত্রীকে। আগামীকাল (৯ জুন) মুক্তি পাচ্ছে সিনেমাটি।

'যেমন জামাই তেমন বউ' মুক্তির অনুভূতি জানাতে গিয়ে এক গণমাধ্যমের সাক্ষাৎকারে মৌ বলেন, 'ভীষণ ভালো লাগা কাজ করছে। প্রথমবারের মতো মনতাজুর রহমান আকবরের মত এত বড় মাপের একজন গুণী নির্মাতা ও অভিনেতা ডিপজলের সঙ্গে কাজ করেছি- এই অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব না। এমন একটি ছবির নায়িকা হতে পেরে নিজেকে অনেকটাই ভাগ্যবতী মনে করছি। খুবই এক্সাইটেড আমি। সামাজিক ঘরানার এই ছবিটি পরিবার নিয়ে দেখার মত। আশা করি ছবিটি ভালো যাবে।'

বড় পর্দার সমসাময়িক অনেক অনেক অভিনেতাকে বাদ দিয়ে ডিপজলের সঙ্গে অভিনয় সম্পর্কে তিনি বলেন, 'এই সময়ের সমসাময়িক অনেক হিরোই ছিল। তবে ডিপজল তাদের থেকে আলাদা। তার মত একজন তারকার সঙ্গে কাজ করতে পেরে আসলেই আমি গর্বিত। এটা বলা যায়, আমার সৌভাগ্য যে তার নায়িকা হয়ে বড় পর্দায় অভিনয় করতে পেরেছি। অনেক বড় বড় নায়িকা তার সঙ্গে কাজ করেছেন। তার মত একজন অভিনেতার সঙ্গে কাজ করা যে কোনো নায়িকার জন্য অনেক বেশি গর্বের। কাজ করতে গিয়ে আমাদের কেমেস্ট্রি বা রসায়ন খুব ভালো ছিল। আশা করি বড় পর্দার দর্শকরা এই রসায়ন খুব উপভোগ করবেন।'

'যেমন জামাই তেমন বউ' সিনেমা কেনো দর্শক দেখবে এমন প্রশ্নে মৌ বলেন, 'মূলত পারিবারিক ছবি 'যেমন জামাই তেমন বউ'। আমাদের চারপাশের পরিবারের গল্পই উঠে এসেছে ছবিটিতে। পারিবারিক কলহ ও ভালোবাসার কাহিনী দিয়ে সাজানো হয়েছে ছবির গল্প। বলতে গেলে এটি পারিবারিক শিক্ষামূলক ছবি এটি। সিনেমাটির মাধ্যমে একটু হলেও পারিবারিক সমস্যা থেকে পরিত্রাণের উপায় খুঁজে পাবে দর্শক। বর্তমান সময়ে সামাজিক-পারিবারিক প্রেক্ষাপটের অনেক গুরুত্বপূর্ণ মেসেজ এই সিনেমায় রয়েছে।'

মানবকণ্ঠ/এফআই