Image description

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনির সঙ্গে অস্বাভাবিক দাম্পত্য জীবনের জন্য তৃতীয় পক্ষকে দায়ী করেছেন অভিনেতা শরিফুল রাজ। ঢালিউডের আর এক জনপ্রিয় অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের সঙ্গে দীর্ঘসময়ের ফোনালাপে এমন অভিযোগই করেছেন রাজ।

জয়ের কাছে রাজ আরও জানান, 'পরীর অপরিণত সব কাজের পেছনে ওর কোনো হাত নেই। ওকে (পরী) ওর আশপাশের মানুষ ইন্ধন জোগানোর পরই এমন করেন পরী।'

শনিবার (৩ জুন) সোশ্যাল মিডিয়া ফেসবুকে জয়ের পোস্ট করা ভিডিও থেকে আরও জানা যায়, মাত্র দুই বছরের দাম্পত্যজীবনে যতবার দাম্পত্যকলহ তৈরি হয়েছে, সবসময়ই তৃতীয় পক্ষের হাত ছিল, এখনও আছে।

ফোনালাপের এক পর্যায়ে জয় বলেন, 'ব্যক্তিগত জীবন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে তা আর ব্যক্তিগত থাকে না, হয়ে যায় পাবলিক পপার্টি। কেন ঘরের সব ইস্যু বারবার বাইরে চলে আসে?'

জয়ের এমন প্রশ্নে রাজ বলেন, 'আমার সংসারে কী হচ্ছে, আমি নিজেই জানি না। মিডিয়ার খবরে প্রকাশিত সংবাদ আর সোশ্যাল মিডিয়া থেকে আমি আমার সংসারের খবর জানি।'

এ জন্য পরীকে অবশ্য দায়ী করেননি রাজ। দায়ী করেছেন পরীর আশপাশের মানুষকে। রাজ বলেন, 'আমি সারা জীবন পরীর সঙ্গে সংসার করতে চাই। কিন্তু তৃতীয় পক্ষের জন্য তা সম্ভব হয়ে উঠছে না।'

মানবকণ্ঠ/এফআই