ভক্তদের অত্যাচারে বিরক্ত জুনিয়র এনটিআর


  • অনলাইন ডেস্ক
  • ২৯ মে ২০২৩, ২০:৪৩

রোববার (২৮ মে) কিংবদন্তি তেলেগু অভিনেতা এবং অন্ধ্র প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী নন্দামুরি তারাকা রামারাওয়ের শততম জন্মবার্ষিকী। এ দিন সকাল থেকেই অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ব্যস্ত দেশের একাধিক মহল।

সকাল সকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও প্রয়াত অভিনেতা-রাজনীতিবিদকে শ্রদ্ধা জানিয়েছেন। অভিনেতার জন্মবার্ষিকী পালন করতে এনটি ঘাটে জড়ো হয়েছিলেন শত শত ভক্ত। গিয়েছিলেন এনটিআরের নাতি সুপারস্টার জুনিয়র এনটিআর। অভিনেতাকে ঘাটে দেখামাত্রই হায়দরাবাদে এনটিআর ঘাটে ভক্তদের ভিড় আরও চওড়া হয়।

ভক্তদের ভিড়ে বেসামাল হয়ে গিয়েছিলেন সুপারস্টার জুনিয়র এনটিআর। তাকে দেখে ভক্তরা খুশি হলেও অনুষ্ঠানস্থলে ভিড়ে বিরক্ত হন অভিনেতা। এই মুহূর্তে অভিনেতার বেসামাল অবস্থার কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সাদা পোশাক পরা, জুনিয়র এনটিআরকে দেখে ভক্তরা স্বাভাবিকভাবেই তার সঙ্গে দেখা করতে উদ্যত হন। ভিড় উপেক্ষা করে নিরাপত্তারক্ষীরা অভিনেতাকে ভেতরে যাওয়ার পথ করে দিলেও রীতিমতো লড়াই করতে হয় তাদের। তবে অভিনেতা শান্ত মাথায় ভেতরে প্রবেশ করেন।

অনলাইনে ভিডিওটি ভাইরাল হয়ে যায়। সেই ভিডিও দেখে জুনিয়র এনটিআরের ভক্তরা উপস্থিত দর্শকদের নিন্দা করেছেন।

মানবকণ্ঠ/এসআরএস


poisha bazar